প্রশ্ন :কম্পিউটারের যন্ত্রাংশকে কী বলে?
উত্তর : হার্ডওয়্যার।
প্রশ্ন :৫৮তম আন্তর্জাতিক গণিত
অলিম্পিয়াডে প্রথম
হয় কোন দেশ?
উত্তর : চীন।
প্রশ্ন :বঙ্গবন্ধু সেতুর প্রধান প্রকৌশলী
কে ছিলেন?
উত্তর : স্টিভ পোলার্ড।
প্রশ্ন :কত তরিখে দেশে
সংবিধান দিবস পালিত হয়?
উত্তর : ৪ নভেম্বর।
প্রশ্ন :বাংলার বাঘ কোন
বিশ্ব ব্যক্তিত্বের
উপাধি ছিল?
উত্তর :আশুতোষ মুখার্জি।
প্রশ্ন : নিউইয়র্ক কোন নদীর তীরে
অবস্থিত?
উত্তর :হাডসন।
প্রশ্ন : রাশিয়ার বিমান সংস্থার নাম
কী?
উত্তর :এরোফ্লোট।
প্রশ্ন : ময়লার দুর্গন্ধ ছড়িয়ে
পড়ে কোন প্রক্রিয়ায়?
উত্তর :ব্যাপন প্রক্রিয়ায়।
প্রশ্ন : সংকর ধাতু পিতলের
উপাদান কী কী?
উত্তর :তামা ও দস্তা।
প্রশ্ন : পাপে বিরত হও_
'পাপে' কোন কারকে কোন
বিভক্তি?
উত্তর : অধিকরণে ৭মী।
প্রশ্ন : বিপরীত শব্দের আলোচনা
ব্যাকরণের কোন
অংশে করা হয়?
উত্তর :রূপতত্ত্ব বা শব্দ তত্ত্বে।
প্রশ্ন : 'একুশে ফেব্রুয়ারি' গ্রন্থের
সম্পাদক
কে ছিলেন?
উত্তর :হাসান হাফিজুর রহমান।
প্রশ্ন : ঢাকা শহরে গ্যাস
সরবরাহ করা হয় কোন
গ্যাসক্ষেত্র থেকে?
উত্তর :তিতাস গ্যাসক্ষেত্র থেকে।
প্রশ্ন : 'প্রাগৈতিহাসিক' গল্পের রচয়িতা কে?
উত্তর :মানিক বন্দ্যোপাধ্যায়।
প্রশ্ন : টলেমি ছিলেন একজন_
উত্তর :জ্যোতির্বিদ।
প্রশ্ন : সাঙ্গুভ্যালি উপত্যকা কোথায় অবস্থিত?
উত্তর : চট্টগ্রামে।
প্রশ্ন : লৌকিক কাহিনীর প্রথম
রচয়িতা কে?
উত্তর : দৌলত কাজী।
প্রশ্ন : পানির নিচে শব্দ
রেকর্ড করার যন্ত্রের নাম
কী?
উত্তর : হাইড্রোফিন।
প্রশ্ন : মারকুইসাস দ্বীপ কোন ধরনের
দ্বীপের
উদাহরণ?
উত্তর : আগ্নেয় দ্বীপ।
প্রশ্ন : পাতা ঝরে পড়ার
জন্য দায়ী কী?
উত্তর : অ্যাবসিসিক এসিড।
প্রশ্ন : ক্যামেরা কে আবিষ্কার করেন?
উত্তর : জর্জ ইস্টম্যান।
প্রশ্ন : 'গায়ে হলুদ' কোন
সমাসের উদাহরণ?
উত্তর : অলুক তৎপুরুষ।
প্রশ্ন : ইংরেজ শাসনামলে আদালতে
ফার্সি ভাষার
পরিবর্তে ইংরেজি ভাষার প্রচলন
করেন কে?
উত্তর : লর্ড বেন্টিঙ্ক।
প্রশ্ন : 'দুর্গেশনন্দিনী' কত সালে প্রকাশিত
হয়?
উত্তর : ১৯৬৫ সালে।
প্রশ্ন : কম্পাঙ্কের এককের নাম কী?
উত্তর : হার্জ।
প্রশ্ন : পৃথিবীর যমজ নামে পরিচিত
কোন গ্রহ?
উত্তর : শুক্র গ্রহ।
প্রশ্ন : ল্যাব্রাডর স্রোতের পানির বর্ণ কীরূপ?
উত্তর : সবুজ বর্ণের।
প্রশ্ন : সাত দিনে সপ্তাহ
গণনা কারা শুরু করেন?
উত্তর : ক্যালডিয়রা।
প্রশ্ন : কর্তফুলী নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তর : মিজোরামের লুসাই পাহাড়।
প্রশ্ন : একটি ঘড়িতে দম
দেওয়ায় এতে সঞ্চিত হয়
কোন শক্তি?
উত্তর : স্থিতি শক্তি।
প্রশ্ন : দক্ষিণ তালপট্টির দ্বীপটি
কোন নদীর
মোহনায় অবস্থিত?
উত্তর : সাতক্ষীরা জেলার হাড়িয়াভাঙ্গা নদীর।
প্রশ্ন : কৃমি নিয়ে বিজ্ঞানের
যে শাখায়
আলোচনা করা হয়, তাকে
কী বলে?
উত্তর : হেলমিনথোলজি।
প্রশ্ন : যে ভবিষ্যৎ না
ভেবে কাজ করে,
তাকে কী বলে?
উত্তর : অবিমৃষ্যকারী।
প্রশ্ন : ইসরাইল ও সিরিয়ার
মধ্যে সীমানা নির্ধারণকারী সীমারেখা
কী নামে
উত্তর : পার্পল লাইন।