আমি অনেক হতাশ হয়ে ছিলাম

আমি অনেক হতাশ হয়ে ছিলাম ,
দরজা বন্ধ
করে মেঝেতে শুয়ে ভাবছিলাম ,
আমি কি করবো ???
আমার জীবনের লক্ষ
কি ???
হটাত খেয়াল করলাম ,
এর জবাব আমার ঘরের ভিতরেই আছে !
মাথার উপরে ফ্যান বলছেঃ সব সময়
মাথা ঠাণ্ডা রাখবে ,
ছাদ বলছেঃ সব সময় চূড়ায় যাবার
চেষ্টায় থাকবে ,
জানালা বলছেঃ বাহিরের
জগতটা কে দেখ ভাল করে ,
ঘড়ি বলছেঃ প্রতিটা সময় অনেক
মূল্যবান ,
আয়না বলছেঃ আগে ভাবো , তার পর
করো ,
ক্যালেন্ডার বলছেঃ সবার
আগে চলো ,
দরজা বলছেঃ সর্ব
শক্তি দিয়ে জীবনের লক্ষ পুরুন এর
চেষ্টা করো ,
আমি উঠে দাঁড়ালাম ,
দরজার দিকে এগিয়ে আসছি ,
এমন সময় পিছন দিক
থেকে মেঝে বলে উঠলোঃ
'' সব কিছুর আগে মেঝেতে আল্লাহ্র
দরবারে সেজদা দিয়ে সাহায্য
চেয়ে নাও ''
পোস্ট টি শিক্ষণীয় মনে হলে অবশ্যই
লাইক ও শেয়ার করবেন

Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post