আর কত গোল হজম করবে ব্রাজিল? Unknown ১০:০১ PM Sports Unknown সেমিফাইনাল ম্যাচ থেকে ব্রাজিলের গোল মেশিনদের খুঁজেই পাওয়া যাচ্ছে না। বরং উল্টো সিজার এরিয়ার বেহাল দশা করে যাচ্ছে প্রতিপক্ষরা। সেমিফাইনালে জার্মানির কাছ থেকে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হজম করতে হয়েছে ৭ গোল! আর প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে মাত্র ১ বার।সেমিফাইনালে রেকর্ড করা লজ্জার হার নিয়ে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয় স্কলারির শিষ্যরা। কিন্তু আজও ঘুরে দাঁড়াতে পারেনি নেইমারহীন ব্রাজিল। নেদারল্যান্ডসের বিপক্ষে শান্তনার জয় নিয়ে তৃতীয় স্থান দখল করে ৭-১ গোলে হারের লজ্জা কিছুটা কমানোর ঘোষণা দিয়ে নেমে গোল তো দেয়া দূরে থাক উল্টো খেলার শুরুতেই (৩ মিনিটে) গোল হজম করে ব্রাজিল। এর পর ১৭ মিনিটে আরো এক গোল যোগ করান নেদারল্যান্ডসের ব্লাইন।সেমিফাইনালে ৭ আর তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ৩ গোল হজম করে শেষ দুই ম্যাচে ১০ গোল হজম করলো ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।১৩ জুলাই ২০১৪/এমটিনিউজ২৪/ইমো/আইএম Related Posts