চতুর্থ অধ্যায়ঃ ওয়েব ডিজাইন পরিচিতি:

https://www.facebook.com/kamrulcmtk Facebook Like Page:


চতুর্থ অধ্যায়ঃ ওয়েব ডিজাইন পরিচিতি:
Class 3:
HSC পরীক্ষার্থীদের (2014-2015) ব্যাচ এর জন্য সু-খবর:
যারা এখন ও ওয়েব ডিজাইন সম্পর্কে কিছু-ই জানে না তাদের জন্য এই কোর্স:
ওয়েব ডিজাইন সম্পর্কে ধারণা লাভ করার জন্য প্রথমেই তোমাকে জানতে হবে কয়েকটি বিষয় সম্পর্কে। 

প্রশ্ন:ওয়েব পেজের বিষয়বস্তু কি কি হতে পারে?
উত্তর: ওয়েব পেজের অনেক গুলো বিষয় আছে। যেগুলো ছাড়া ওয়েব পেজ তৈরি হয় না। তার মধ্যে-
১ নং:- টেক্সট বা লেখা
২ নং:- ছবি বা পিকচার
৩ নং:- গ্রাফিক্স
৪ নং:- অ্যানিমেশন
৫নং:- ডেটা ফাইল
৬ নং:- অডিও
৭ নং:-ভিডিও ইত্যাদি এবং অন্য কোন পেজের লিংক থাকতে পারে।


প্রশ্ন: ছয়টি ওয়েব ব্রাউজার এবং সার্চ ইঞ্জিনের নাম লিখ ।
উত্তর:ছয়টি ওয়েব ব্রাউজার:
১নং:- Mozilla Firefox
২নং:-Google Chrome
৩নং:-Internet Explorer
৪নং:-Netscape Communicator
৫নং:-Safari
৬নং:-Opera Mini

ছয়টি সার্চ ইঞ্জিনের নাম:-
১নং:-www.google.com
২নং:-www.yahoo.com
৩নং:-www.bing.com
৪নং:-www.wow.com
৫নং:-www.info.com
৬নং:-www.ask.com

প্রশ্ন: ওয়েব সাইট কত প্রকার ও কি কি? সংক্ষিপ্ত বর্ণনা কর।
উত্তর: ওয়েব সাইট দুই প্রকার।
১নং:- স্ট্যাটিক ওয়েব সাইট( Static Website)
২নং:- ডাইনামিক ওয়েব সাইট( Dynamic Website)

স্ট্যাটিক ওয়েব সাইট( Static Website):-যে সকল ওয়েবসাইটের ডেটার মান চালু করার পর থেকে পরিবর্তন করা যায় না , তাকে স্ট্যাটিক ওয়েব সাইট বলে।
যেমন:শুধু মাত্র HTML দ্বারা তৈরি করা ওয়েব সাইট।

ডাইনামিক ওয়েব সাইট( Dynamic Website):-যে সকল ওয়েবসাইটের ডেটার মান চালু করার পর
পরিবর্তন করা যায় , তাকে ডাইনামিক ওয়েব সাইট বলে।
যেমন:HTML , PHP, ASP , JAVA , CSS ইত্যাদি দ্বারা তৈরি করা ওয়েব সাইট।

সবগুলোর প্রশ্নের উত্তর জানতে চাইলে এবং পরবর্তী লেকচার পাবার জন্যে ,
কষ্ট করে লাইক এবং কমেন্ট করুন।অপডেট পেয়ে যাবেন।


https://www.facebook.com/kamrulcmtk


Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post