আতিকুল ইসলাম কাইফ,ঢাকা।
লোক সংগীতের সবচাইতে বড় রিয়েলিটি শো
“আড়ং ডেইরি চ্যানেল আই বাংলার গান”

চ্যানেল আই( Channel i) আডং বাংলার গান এর অডিশনে সারা বাংলাদেশ থেকে অংশগ্রহণকৃত ৫৫,০০০ প্রতিযোগীর মধ্যে থেকে “আড়ং ডেইরি চ্যানেল আই বাংলার গান” বিজ্ঞ বিচারকগণ- আইয়ুব বাচ্চু, রেজোয়ানা চৌধুরী বন্যা,মমতাজ,বাপ্পা মজুমদার,বাবু-ফিডব্যাক এবং জলের গান এর রাহুল আনন্দ । বিভিন্ন ধাপ এ যারা জয়ী হয়ে প্রথমে নিজ নিজ বিভাগীয় তারপর জয়ী হয়ে ঢাকায় আসার আমন্ত্রণ কার্ড তারপর ঢাকায় অডিশনে বিভিন্ন ধাপে বিজ্ঞ বিচারকের মন জয় করে । সেমিফাইনাল রাউন্ড পর্যন্ত বিজ্ঞ বিচারকগণ সেরা ১৩ জন বাছাইকৃত করেছেন ।
বাছাইকৃত প্রার্থীদের মধ্যে সারা বাংলাদেশ থেকে বাছাইকৃত দের মধ্যে, কক্সবাজার না পুরো চট্রগ্রাম এর প্রতিযোগী চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এ BBA পড়ুয়া ছাত্র কুতুবদিয়া ,কক্সবাজার এর সন্তান “মাহমুদ রিজভী “ (
Mahmud Rizvý )। তিনি বর্তমান কুতুবদিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান “জয়ীতা” পদকজয়ী – সায়েদা মেহেরুন্নেছার সন্তান।
আমাদের kutubdiatimes পরিবারের পক্ষথেকে রইল রিজভির জন্য শুভ কামনা এবং আগামীর পথচলা সুন্দর এবং সাফল্যমন্ডিত হোক এটাই কাম্য।
প্রতি সোমবার রাত ৭.৫০ এ চ্যানেল আইতে-
“চ্যানেল আই আডং ডেইরি বাংলার গান” প্রতিযোগিতা এর অডিশন গুলি দেখানো হয়, এবং এর পরের দিন বিকেল ৩.২০ মিনিটে পূনর্প্রচার করা হয়।