রাজধানীতে কয়েল কারখানায় আগুন



http://bdlive24.com/uploads/news/full_991221601_1385360810.gif
বিডিলাইভ রিপোর্ট : রাজধানীতে মশার কয়েল তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। পুরান ঢাকার পোস্তগোলায় সোমবার সকাল ৬টায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা শাহজাদী সুলতানা জানান, 'শিউলী কেমিকেল' নামের ওই কারখানায় আগুন লাগার পর অগ্নি নির্বাপক বাহিনীর তিনটি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, কারখানার যন্ত্রপাতি 'অতিরিক্ত গরম হয়ে' আগুনের সূত্রপাত ঘটে। এ ঘটনায় কেউ আহত হননি। তবে আগুনে কারাখানার তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষ দাবি করেছে।

Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post