
উচ্চ মাধ্যমিক পরীক্ষা: ২০১৫ (২০১৩-১৪)
এর সাজেশন
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক)
প্রথম অধ্যায়ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি:
বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত
1. বিশ্বগ্রাম কী? বিশ্বগ্রামের উল্লেখযোগ্য
ক্ষেত্রসমূহ বর্ণনা কর।
2. তথ্য প্রযুক্তি কী? সমাজ জীবনে তথ্য ও
যোগাযোগ প্রযুক্তির প্রভাব বা সুফল ও কুফল
বর্ণনা কর।
3. ভার্চুয়াল রিয়েলিটি কী? প্রাত্যহিক
জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব
বর্ণনা কর।
4. রোবটিক্স কী? একটি সাধারণ রোবটের
বিভিন্ন অংশগুলোর নাম ও তাদের কাজ
লিখ।
5. রোবটিক্সের গুরুত্ব ও ব্যবহার বর্ণনা কর।
6. ন্যানো টেকনোলজি কী? ন্যানো
টেকনোলজির প্রয়োগ সম্পর্কে লিখ।
7. ক্রায়োসার্জারি কী? চিকিৎসায়
ক্রায়োসার্জারির ব্যবহারে কী কী সুবিধা
থাকতে পারে বর্ণনা কর।
8. জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী?
রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ধাপসমূহ লিখ।
9. নৈতিকতা কী? কম্পিউটার ইথিকস
ইন্সটিটিউড কর্তৃক প্রর্বতিত আইসিটি
নৈতিকতার নির্দেশ সমূহ লিখ।
10. তথ্য ও যোগাযো প্রযুক্তি কী? অর্থনৈতিক
উন্নয়নে তথ্য ও যোগাযো প্রযুক্তির অবদান
লিখ।
11. টীকা লিখ: কৃত্রিম বুদ্ধিমত্তা, ভিডিও
কনফারেন্সিং, ই-মেইল, টেলিমেডিসিন, ই-
কর্মাস, বয়োমেটিক্স, বায়োইনফরমেট্রিক্স
দ্বিতীয় অধ্যায়ঃ কমিউনিকেশন সিস্টেমস
ও নেটওয়ার্কিং
1. ডাটা কমিউনিকেশন কী?ডাটা
কমিউনিকেশনের উপাদানসমূহ আলোচনা
কর।
2. ডাটা ট্রান্সমিশন স্পীড(ব্যান্ডউইথ)কী?
আলোচনা কর।
3. ডাটা ট্রান্সমিশন পদ্ধতি(মেথড)কী?উহা
কত প্রকার ও কী কী? সংক্ষেপে বর্ণনা
দাও।
4. ডাটা ট্রান্সমিশন মোড কী?বিভিন্ন
প্রকার ডেটা ট্রান্সমিশন মোডের বর্ণনা
দাও।
5. ফাইবার অপটিক ক্যাবল কী?ফাইবার
অপটিক ক্যাবলের গঠন বর্ণনা কর।
6. নেটওয়ার্ক টপোলজি কী?উহা কত প্রকার ও
কী কী?বিভিন্ন প্রকার টপোলজি
সংক্ষেপে বর্ণনা কর।
7. কম্পিউটার নেটওয়ার্ক কী?ভৌগলিক
বিসত্মৃতি অনুসারে বিভিন্ন প্রকার
কম্পিউটার নেটওয়ার্কের বর্ণনা দাও।
8. মোবাইল ফোনের প্রজম্ম কী?বিভিন্ন
প্রজম্মের মোবাইল ফোনের গুরম্নত্বপূর্ণ
বৈশিষ্ট সমূহ লিখ।
9. মডেম(Modem)কী?মডেম এর ব্যবহার
আলোচনা কর।
10. ক্লাউড কম্পিউটিং কী?ক্লাউড
কম্পিউটিং এর প্রকারভেদ আলোচনা কর।
11. পার্থক্য লিখ: i) এসিনক্রোনাস
ট্রান্সমিশন ও সিনক্রোনাস ট্রান্সমিশন ii)
WiFi এবং WiMax , iii) CDMA এবং GSM, iv) LAN
এবং WAN
12. টীকা লিখ: নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড
(NIC), মাইক্রোওয়েভ,রাউটার, হাব,
সুইচ,গেটওয়ে, হটস্পট
তৃতীয় অধ্যায়ঃ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল
ডিভাইস
1. সংখ্যা পদ্ধতি কী?উহা কত প্রকার ও কী
কী?বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতি
মৌলিক চিহ্ন ও বেসসমূহ ছক আকারে লিখ।
2. তিন চলকের জন্য ডি-মরগ্যানের উপপাদ্য
দুটি লিখ ও প্রমাণ কর।
3. সার্বজনীন গেইট কী?NAND অথবা NOR
গেইটের সার্বজনীনতা ( মৌলিক গেইটগুলো
বাসত্মবায়ন) প্রমাণ কর।
4. লজিক গেইট কী?উহা কত প্রকার ও কী কী?
বিভিন্ন প্রকার লজিক গেইটসমূহের বর্ণনা
দাও।
5. ’’বাইনারি সংখ্যা পদ্ধতি কম্পিউটার
ডিজাইনের জন্য উপযোগী’’- ব্যাখ্যা কর।
6. ডিকোডার কী?একটি 3 to 8 লাইন
ডিকোডার চিত্রসহ বর্ণনা কর।
7. কাউন্টার কী?একটি তিন বিট রিপল
কাউন্টারের গঠন চিত্রসহ বর্ণনা কর।
8. কোড কী?ASCII, BCD, UNI, EBCDIC কোডের
বর্ণনা দাও।
9. অ্যাডার কী?হাফ অ্যাডারের সাহায্যে ফুল
অ্যাডারের বাসত্মবায়ন দেখাও।
10. i )(১০১১.১১) ২ এবং (১০১.১১) ২ সংখ্যা দুটির
যোগফল এবং বিয়োগফল নির্ণয় কর।
ii) ( ৩CD .৮) ১৬ এবং ( ৬০৭.৫২) ৮ যোগ কর
এবং ফল বাইনারিতে প্রকাশ কর।
iii) ২ এর পরিপূরক পদ্ধতিতে ৮ বিট
ব্যবহার করে ( ৩২) ১০ থেকে ( ১৪) ১০ বিয়োগ
কর।
iv) ০ থেকে ২০ পর্যন্ত দশমিক
সংখ্যাগুলোর সমকক্ষ বাইনারি, অকট্যাল ও
হেক্সাডেসিমেল
সংখ্যা লিখ।
v) (১০০০ ১০১০ ১০০০) BCD কে দশমিকে
প্রকাশ কর।
11. রূপান্তর কর : i ) ( ২০৩.৭৫) ১০ কে বাইনারি,
অকট্যাল ও হেক্সাডেসিমেল সংখ্যায়।
ii)(AB.CD ) ১৬ ,( ১২৩.৪৫) ৮
কে বাইনারি ও দশমিক সংখ্যায়।
iii) (১১১১০১১০.০০১১১০১) ২
কে দশমিক, অকট্যাল ও হেক্সাডেসিমেল
সংখ্যায়।
12. সরল কর এবং লজিক সার্কিটের মাধ্যমে
বাস্তবায়ন কর:
চতুর্থ অধ্যায়ঃ ওয়েব ডিজাইন পরিচিতি ও
HTML
1. ওয়েব সাইট কী?ওয়েব সাইটের কাঠামো
চিত্রসহ বর্ণনা কর।
2. ওয়েব সাইট কত প্রকার ও কী কী? সংক্ষেপে
বর্ণনা কর।
3. ওয়েব সাইট পারিশিং পদ্ধতি আলোচনা
কর।
4. HTML কী?HTML এর সুবিধাসমূহ কি কি?
5. ওয়েব পেইজ কী? ওয়েব পেইজ ডিজাইনে
HTML এর ব্যবহার আলোচনা কর।
6. ওয়েব ব্রাউজার কী?৫টি ওয়েব ব্রউজারের
নাম লিখ।
7. ইন্টারনেট কী?ইন্টারনেটের মাধ্যমে
প্রাপ্ত সুযোগ ও সুবিধাগুলো লিখ।
8. HTML এর প্রধান অংশ কয়টি? ব্যাখ্যা কর।
9. ওয়েব পেইজে ছবি যুক্ত করার জন্য HTML
কোড উদাহরণসহ লিখ।
10. HTML এ পাঁচটি ফরমেটিং ট্যাগের নাম ও
ব্যবহার লিখ।
11. HTML ডকুমেন্টে কিভাবে টেবিল তৈরি
করা যায়?
12. টীকা লিখ: আইপি অ্যাড্রেস, ওয়েব
অ্যাড্রেস, ডোমেন নেম, হাইপার
লিঙ্ক,WWW, URL, হোস্টিং
পঞ্চম অধ্যায়ঃ প্রোগ্রামিং ভাষা
1. সি প্রোগ্রামিং কী?সি প্রোগ্রামিং
ভাষার বৈশিষ্টসমূহ লিখ।
2. প্রোগ্রমিং ভাষা কী?উহা কত প্রকার ও
কী কী? বিভিন্ন প্রকার প্রোগ্রমিং ভাষা
সংক্ষেপে বর্ণনা কর।
3. হাই-লেবেল ভাষা কী?হাই-লেবেল ভাষার
সুবিধা ও অসুবিধা গুলো বিসত্মারিত লিখ।
4. ফ্লোচার্ট কী?উহা কত প্রকার ও কী কী?
প্রোগ্রাম ফ্লোচার্টের প্রতীকগুলো অর্থসহ
লিখ। ফ্লোচার্ট আকার নিয়মাবলী বর্ণনা
কর।
5. অপারেটর কী?উহা কত প্রকার ও কী কী?
বিভিন্ন প্রকার অপারেটর সংক্ষেপে
বর্ণনা কর।
6. 4GL কী?4GL এর বৈশিষ্ট্য লিখ।
7. সি প্রোগ্রামিং ভাষায় মৌলিক বা
প্রাথমিক ডেটা টাইপ কত প্রকার ও কী কী?
উদাহরণসহ সংক্ষেপে বর্ণনা কর।
8. উদাহরণসহ স্ট্রাকচার্ড
প্রোগ্রামিং,ভিজুয়াল প্রোগ্রামিং এবং
অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং
সম্পর্কে বিস্তারিত বর্ণনা দাও।
9. লুপ বলতে কী বুঝায়?লুপ কত প্রকার ও কী কী?
সি ভাষায় ব্যবহ্নত লুপগুলোর একটি উদাহরণ
দাও।
10. তিনটি সংখ্যার মধ্যে বড় বা ছোট
সংখ্যাটি নির্ণয়ের জন্য অ্যালগরিদম,
ফ্লোচার্ট এবং সি ভাষায় প্রোগ্রাম লিখ।
11. সেলসিয়াস থেকে ফারেনহাইট
তাপমাত্রায় রূপামত্মরের জন্য
অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি ভাষায়
প্রোগ্রাম লিখ।
12. আদর্শ প্রোগ্রামিং কি কি গুণাবলী থাকা
প্রয়োজন?
13. পার্থক্য লিখ: i) কম্পাইলার ও
ইন্টারপ্রিটার, ii) অ্যালগরিদম এবং
ফ্লোচার্ট, iii) লোকাল ভ্যারিয়েবল ও
গেস্নাবাল ভ্যারিয়েবল
14. সংজ্ঞা দাও : অনুবাদক প্রোগ্রাম,
অ্যালগরিদম, ডিবাগিং,অ্যারে, ধ্রম্নবক
ষষ্ঠ অধ্যায়ঃ ডাটাবেস ম্যানেজমেন্ট
সিস্টেম
1. ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কী?
ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের
প্রাথমিক কাজগুলো বর্ণনা কর।
2. রিলেশন্যাল ডাটাবেজ ম্যানেজমেন্ট
সিস্টেম কী?RDBMS এর বৈশিষ্ট্য ও ব্যবহার
লিখ।
3. রিলেশনশিপ বলতে কী বুঝ? রিলেশনশিপ
কত প্রকার ও কী কী? বিভিন্ন প্রকার
রিলেশন উদাহরণসহ বর্ণনা কর।
4. কর্পোরেট ডাটাবেস কী?সরকারি
প্রতিষ্ঠানে ডাটাবেসের ব্যবহারসমূহ লিখ।
5. কুয়েরি কী?বিভিন্ন প্রকার কুয়েরি
সম্পর্কে বর্ণনা কর।
6. উদাহরণসহ SQL সম্পর্কে যা জান লিখ।
7. ইন্ডেক্সিং ও সটিং এর মধ্যে পার্থক্য
লিখ।
8. ইন্ডেক্সিং কী?ইন্ডেক্সিং এর সুবিধা ও
অসুবিধা সমূহ বর্ণনা কর ।
9. ডাটা এনক্রিপশন বলতে কী বুঝ?ডাটা
এনক্রিপ্ট করার উপায়গুলো কী কী?ডাটা
সিকিউরিটিতে এনক্রিপশনের ভূমিকা
বর্ণনা কর।
10. ডাটাবেসের অমত্মর্গত দুটি টেবিলের মধ্যে
রিলেশন তৈরির পদ্ধতি বর্ণনা কর।
11. কী ফিল্ড কী?কী ফিল্ড কত প্রকার ও কী
কী?উদাহরণসহ সংক্ষেপে বর্ণনা কর।
12. টীকা লিখ: ডাটা টাইপ, এনটিটি
রিলেশনশীপ ডায়াগ্রাম (E-R Model),
অ্যাট্রিবিউট,ভ্যাল