জয় পেয়েছে বিজিসি ট্রাস্ট ও সাদার্ন বিশ্ববিদ্যালয়



জয় পেয়েছে বিজিসি ট্রাস্ট ও সাদার্ন বিশ্ববিদ্যালয়



দখিনা আন্ত:বিশ্ববিদ্যালয় টি-২০ ক্রিকেটে গতকালের খেলায় জয় পেয়েছে বিজিসি ট্রাস্ট ও সাদার্ন বিশ্ববিদ্যালয়। এ জয়ের ফলে দু-দলই সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। সাগরিকা মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত ১ম পর্বের শেষ ২টি খেলায় বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ৭ উইকেটে কক্সবাজার আর্ন্তজাতিক বিশ্ববিদ্যালয়কে এবং অপর খেলায় সাদার্ন বিশ্ববিদ্যালয় সহজেই ১৮৭ রানের বিশাল ব্যবধানে ইস্ট ডেলটা বিশ্ববিদ্যালয়কে পরাজিত করেছে। সংক্ষিপ্ত স্কোর:
কক্সবাজার আর্ন্তজাতিক বিশ্ববিদ্যালয় ৬৭/৯/ ১০ ওভার ও বিজিসি ট্রাস্ট : ৬৮/৩/ ৮.৪ ওভার এবং ইস্ট ডেলটা : ৫১/১০/ ১৭.২ ওভার ও সাদার্ন : ২৩৮/৪, ২০ ওভার। উল্লেখ্য গতকাল বৃষ্টির কারণে ১ম খেলাটি দেরীতে শুরু হয় এবং ২০ ওভারের খেলা কমে ১০ ওভারে পুন:নির্ধারিত হয়। ১ম খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন, কাজী নাজিম উদ্দিন (বিজিসি)। তাকে পুরস্কার বিতরণ করেন -বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার আখতারুজ্জামান কায়সার। ২য় খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন, সাজ্জাদুল হক রিপন (সাদার্ন)। খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন, ইস্ট ডেলটা বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ড. সিদ্দিক আহমেদ চৌধুরী। উল্লেখ্য আজ এ প্রতিযোগিতার ২টি সেমিফাইনাল খেলায় অনুষ্ঠিত হবে। এতে দিনের সকালে প্রথম সেমিফাইনালে সাদার্ন বিশ্ববিদ্যালয় ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় এবং দুপুরে ২য় সেমিফাইনাল-আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় মুখোমুখি হবে। স্কোর : কক্সবাজার আর্ন্তজাতিক বিশ্ববিদ্যালয় ৬৭/৯, ১০ ওভার: অভি ১৬, মামুন ১৪, তারেক ১০। অতিরিক্ত-৪/ বোলিং: নাজিম ৪/১৩, জাফর ৩/১৭, শাকিল ১/১। বিজিসি ট্রাস্ট : ৬৮/৩, ৮.৪ ওভার: কাজী নাজিম ২৩, রবিউল ১০, শাকিল ১৫। অতিরিক্ত -৮ রান/বোলিং : ওয়াসিফ ২/৪,
সাদার্ন বিশ্ববিদ্যালয়: ২৩৮/৪, ২০ ওভার: আকিব ২০, আশরাফ ২৫, ইফতেখার সাজ্জাদ ৪০, সাজ্জাদুল হক ৯৬, কাজী কামরুল ৪০। অতিরিক্ত ১৬ রান/ বোলিং: হাসান ২/৫২, সালেহ ১/২৯, নওশাদ ১/৭। ইস্ট ডেলটা : ৫১/১০, ১৭.২ ওভার। মেহেদি ২২। অতিরিক্ত ১০ রান। বোলিং : কামরুল ২/৪, মনিরুল ১/৮, রতন ২/২১, ইফতেখার সাজ্জাদ ৩/৩।
আজকের খেলা : (১ম সেমিফাইনাল) -সাদার্ন বিশ্ববিদ্যালয় বনাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় এবং (২য় সেমিফাইনাল-) আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় বনাম বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়।


Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post