আ’লীগ-বিএনপির যৌথ সংবাদ সম্মেলন

আ’লীগ-বিএনপির যৌথ সংবাদ সম্মেলন

নারী ও শিশু নির্যাতন রোধ আ’লীগ-বিএনপির যৌথ সংবাদ সম্মেলন

২০১৫ জুন ১৬ ২১:২৩:৪৬
আ’লীগ-বিএনপির যৌথ সংবাদ সম্মেলন
মুশফিক আরিফ, বরগুনা : বরগুনায় যে কোনো ধরনের নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে দলমত নির্বিশেষে যৌথভাবে প্রতিবাদ করা হবে।
বরগুনা প্রেস ক্লাবে মঙ্গলবার বেলা ১১টায় অনুষ্ঠিত নারী ও শিশুদের প্রতি যৌন নির্যাতনের প্রতিবাদ এবং দ্রুততম সময়ের মধ্যে দোষীদের বিচারের আওতায় এনে শাস্তি প্রদানের দাবিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেওয়া হয়।
জেলা আওয়ামী লীগ ও বিএনপির নারী নেতৃত্ব যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ‘নারীর জয়ে সবার জয়’ শীর্ষক ক্যাম্পেইনের অংশ হিসেবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনের যৌথ বিবৃতি পাঠ করেন বরগুনা উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেলী পারভীন ছবি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জেলা মহিলা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট রঞ্জুয়ারা শিপু।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী নিগাত সুলতানা আজাদ, জেলা মহিলা দলের নেত্রী রীমা জামান, ফরিদা ইসলাম, বরগুনা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক আব্দুল আলিম হিমু, জহিরুল হাসান বাদশা, জাকির হোসেন মিরাজ, জাফর হোসেন হাওলাদার, সোহেল হাফিজ, মুশফিক আরিফ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যশনালের সিনিয়র রিজিওনাল কো-অর্ডিনেটর দিপু হাফিজুর রহমান।
(দ্য রিপোর্ট/এমএ/এমএআর/এজেড/জুন ১৬, ২০১৫)
- See more at: http://www.bm.thereport24.com/article/110830/index.html#sthash.hAmtmMEz.dpuf
বিস্তারিত পড়ুন