কোন গ্রেডে কতো বেতন বাড়লো
ঢাকা: নতুন বেতন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ এবং সর্বোচ্চ ৭৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমান বেতন স্কেল অনুযায়ী সর্বনিম্ন ছিল ৪ হাজার ১০০ এবং সর্বোচ্চ ৪০ হাজার টাকা।
আজ সোমবার সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই বেতন কাঠামো অনুমোদন করা হয়। তবে চলতি বছরের ১ জুলাই থেকে তা কার্যকর হবে। আর্থিক সঙ্কটের কারণে অবশ্য ভাতা কার্যকর হবে ২০১৬ সালের ১ জুলাই থেকে।
বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা।
গ্রেড বর্তমান বেতন স্কেল নতুন বেতন স্কেল বৃদ্ধির পরিমাণ
মন্ত্রিপরিষদ/মূখ্য সচিব ৪৫০০০ ৮৬০০০ ৪১০০০
সিনিয়র সচিব ৪২০০০ ৮২০০০ ৪০০০০
গ্রেড-১ ৪০০০০ ৭৮০০০ ৩৮০০০
গ্রেড-২ ৩৩৫০০ ৬৬০০০ ৩৩১০০
গ্রেড-৩ ২৯০০০ ৫৬৫০০ ২৭৫০০
গ্রেড-৪ ২৫৭৫০ ৫০০০০ ২৪২৫০
গ্রেড-৫ ২২২৫০ ৪৩০০০ ২০৭৫০
গ্রেড-৬ ১৮৫০০ ৩৫৫০০ ১৭০০০
গ্রেড-৭ ১৫০০০ ২৯০০০ ১৪০০০
গ্রেড-৮ ১২০০০ ২৩০০০ ১১০০০
গ্রেড-৯ ১১০০০ ২২০০০ ১১০০০
গ্রেড-১০ ৮০০০ ১৬০০০ ৮০০০
গ্রেড-১১ ৬৪০০ ১২৫০০ ৬১০০
গ্রেড-১২ ৫৯০০ ১১৩০০ ৫৪০০
গ্রেড-১৩ ৫৫০০ ১১০০০ ৫৫০০
গ্রেড-১৪ ৫২০০ ১০২০০ ৫০০০
গ্রেড-১৫ ৪৯০০ ৯৭০০ ৪৮০০
গ্রেড-১৬ ৪৭০০ ৯৩০০ ৪৬০০
গ্রেড-১৭ ৪৫০০ ৯০০০ ৪৫০০
গ্রেড-১৮ ৪৪০০ ৮৮০০ ৪৪০০
গ্রেড-১৯ ৪২৫০ ৮৫০০ ৪২৫০
গ্রেড-২০ ৪১০০ ৮২৫০ ৪১৫০
মন্ত্রিপরিষদ/মূখ্য সচিব ৪৫০০০ ৮৬০০০ ৪১০০০
সিনিয়র সচিব ৪২০০০ ৮২০০০ ৪০০০০
গ্রেড-১ ৪০০০০ ৭৮০০০ ৩৮০০০
গ্রেড-২ ৩৩৫০০ ৬৬০০০ ৩৩১০০
গ্রেড-৩ ২৯০০০ ৫৬৫০০ ২৭৫০০
গ্রেড-৪ ২৫৭৫০ ৫০০০০ ২৪২৫০
গ্রেড-৫ ২২২৫০ ৪৩০০০ ২০৭৫০
গ্রেড-৬ ১৮৫০০ ৩৫৫০০ ১৭০০০
গ্রেড-৭ ১৫০০০ ২৯০০০ ১৪০০০
গ্রেড-৮ ১২০০০ ২৩০০০ ১১০০০
গ্রেড-৯ ১১০০০ ২২০০০ ১১০০০
গ্রেড-১০ ৮০০০ ১৬০০০ ৮০০০
গ্রেড-১১ ৬৪০০ ১২৫০০ ৬১০০
গ্রেড-১২ ৫৯০০ ১১৩০০ ৫৪০০
গ্রেড-১৩ ৫৫০০ ১১০০০ ৫৫০০
গ্রেড-১৪ ৫২০০ ১০২০০ ৫০০০
গ্রেড-১৫ ৪৯০০ ৯৭০০ ৪৮০০
গ্রেড-১৬ ৪৭০০ ৯৩০০ ৪৬০০
গ্রেড-১৭ ৪৫০০ ৯০০০ ৪৫০০
গ্রেড-১৮ ৪৪০০ ৮৮০০ ৪৪০০
গ্রেড-১৯ ৪২৫০ ৮৫০০ ৪২৫০
গ্রেড-২০ ৪১০০ ৮২৫০ ৪১৫০
প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন গঠিত পে-কমিশন সর্বোচ্চ ৮৮ হাজার ও সর্বনিম্ন ৮ হাজার ২০০ টাকা বেতন স্কেলের সুপারিশ দিয়েছিল।