মাত্র ১৬ হাজার টাকায় ভবিষ্যত প্রযুক্তির পোর্টেবল পিসি বাজারে এনেছে কম্পিউটার সোর্স। পেন ড্রাইভ সদৃশ মাইক্রোচিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলের তৈরি মাত্র ৪ ইঞ্চি আকারের ‘কম্পিউট স্টিকটি’–তে রয়েছে ১.৮৩ গিগাহার্ডজ গতির কোয়াড কোর অ্যাটম প্রসের, এইচডি গ্রাফিক্স, ২জিবি র্যাম ডিডিআর থ্রি এল এবং ৩২জিবি স্টোরেজ। প্রয়োজনে এতে ব্যবহার করা যাবে অতিরিক্ত ৬৪জিবি পর্যন্ত মেমরি কার্ড।
কম্পিউটার স্টিকটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে লাইসেন্সকৃত উইন্ডোজ ৮.১ বিং। বুক পকেটে অথবা হাতের মুঠোয় বহনযোগ্য পিসিটি এইচডিএমআই পোর্টের মাধ্যমে মনিটর বা টিভিতে সংযুক্ত করতেই ডেস্কটপ বা ল্যাপটপের মতো প্রাণবন্ত হয়ে ওঠে। ওয়াই–ফাই অথবা ব্লু–টুথ প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত হওয়া যায় ইন্টারনেট দুনিয়ায়। ইউএসবি পোর্টের মাধ্যমে অতিরিক্ত ডিভাইস সংযোগ বা ডেটা আদান–প্রদান করা যাবে অনায়াসে।
স্টিকটির সঙ্গে এক বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে বাংলাদেশে ইন্টেল পিসিটির পরিবেশক প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স। বিস্তারিত: ০১৭৩০ ৩৫৯২৬৩।