২০১৮ সাল থেকে থাকছে না প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা



২০১৮ সাল থেকে থাকছে না প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা
২০১৮ সাল থেকে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত হবে এবং তা হবে সম্পূর্ণ অবৈতনিক। তাই ওই বছর থেকে আর পঞ্চম শ্রেণীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেয়ার সুযোগ থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। 
রোববার থেকে  শুরু হওয়া জেএসসি ও জেডিসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে শিক্ষামন্ত্রী বলেছেন, পঞ্চম শ্রেণিতে প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে। 
গতবারের মতো এবারও বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র ছাড়া অন্য বিষয়ে সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। জেএসসি ও জেডিসি পরীক্ষায় এবার অংশ নিচ্ছে প্রায় ২৩ লাখ ২৬ হাজার শিক্ষার্থী। গত কয়েক বছর ছেলে শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকলেও এবার মেয়েরা এগিয়ে গেছে। এবছর মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ছেলেদের চেয়ে ১ লাখ ৬০ হাজার বেশি। 
এবারো প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বেশী থাকছে। তারা শিক্ষক, অভিভাবক বা সাহায্যকারীর সহায়তায় পরীক্ষা দিতে পারবে।
জেএসসি ও জেডিসি পরীক্ষায় বহুনির্বাচনী ও সৃজনশীল প্রশ্নপত্রের দুটি অংশ মিলে ৩৩ পেলেই পাস বলে গণ্য হবে।


Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post