আসছে লাই-ফাই

গতি সেকেন্ডে ১ জিবিপিএস

২৫ নভেম্বর, ২০১৫ ০০:০০


আসছে লাই-ফাই
ওয়াই-ফাই প্রযুক্তির তুলনায় প্রায় এক শ গুণ বেশি গতিতে তথ্য বিনিময় করবে ‘লাই-ফাই’ প্রযুক্তি। ইতিমধ্যে ইস্তোনিয়ার উদ্যোক্তা প্রতিষ্ঠান ‘ভেলমেন্নি’ নতুন এ প্রযুক্তি কাজে লাগিয়ে দেশটির ‘তালিন’ শহরের বিভিন্ন অফিসে ইন্টারনেট সংযোগও দিয়েছে।
পরীক্ষামূলকভাবে চালু হওয়া এ সংযোগ কাজে লাগিয়ে সেকেন্ডে এক জিবিপিএস গতিতে তথ্য বিনিময় করতেও সক্ষম হয়েছে তারা, যা বর্তমানের ওয়াই-ফাই প্রযুক্তির তুলনায় এক শ গুণ বেশি।
টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ইন্টারনেট


Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post