তবে সিঙ্গল সিম ফোনে ৩৬ দিনের এবং ডুয়েল সিম ফোনে ২৬ দিনের স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে।
বেসিক ফিচার্স- ১.৮ ইঞ্চ স্ক্রিন ১৬০x১২০ পিক্সেল রেজোলিউশান ১০২০ mAh ব্যাটারি ৪৬ ঘণ্টার মিউজিক প্লেব্যাক টাইম ১৬ ঘণ্টার ভিডিও প্লেব্যাক টাইম ১৩ ঘণ্টার ২ জি টকটাইম।
এই ফোনে ইন-বিল্ট মিউজিক এবং ভিডিও প্লেয়ার রয়েছে। এছাড়াও ব্যবহারকারীদের জন্য এফএম রেডিওর সুবিধাও রয়েছে।
এছাড়াও কানেক্টিভিটির জন্য রয়েছে, ইউএসবি ২.০ এবং ৩.৫ এমএম-এ অডিও জ্যাক। ৩২ জিবি এক্সপ্যান্ডেবল মেমোরির জন্য মাইক্রো এসডি কার্ড। ব্লু-টুথ ৩.০-র মতো ফিচারও রয়েছে এ ফোনটিতে।