নোকিয়ার ব্যাটারি ব্যাকআপ ৩৬ দিন!




নোকিয়া {focus_keyword} নোকিয়ার ব্যাটারি ব্যাকআপ ৩৬ দিন! 0tpgxpsw e1407773901727ঢাকা: খুব শিগগির বাজারে আসছে মাইক্রোসফ্ট নোকিয়ার নতুন ফোন নোকিয়া-১৩০। ফোনটির দাম পড়বে মাত্র ২ হাজার টাকা। তবে এর বিশেষ আকর্ষণ হচ্ছে, একবার চার্জ দিলেই ফোনটি চলবে টানা ৩৬ দিন (স্ট্যান্ডবাই)। এমনটাই জানানো হয়েছে নোকিয়ার ওয়েবসাইটে।
তবে সিঙ্গল সিম ফোনে ৩৬ দিনের এবং ডুয়েল সিম ফোনে ২৬ দিনের স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে।
বেসিক ফিচার্স- ১.৮ ইঞ্চ স্ক্রিন ১৬০x১২০ পিক্সেল রেজোলিউশান ১০২০ mAh ব্যাটারি ৪৬ ঘণ্টার মিউজিক প্লেব্যাক টাইম ১৬ ঘণ্টার ভিডিও প্লেব্যাক টাইম ১৩ ঘণ্টার ২ জি টকটাইম।
এই ফোনে ইন-বিল্ট মিউজিক এবং ভিডিও প্লেয়ার রয়েছে। এছাড়াও ব্যবহারকারীদের জন্য এফএম রেডিওর সুবিধাও রয়েছে।
এছাড়াও কানেক্টিভিটির জন্য রয়েছে, ইউএসবি ২.০ এবং ৩.৫ এমএম-এ অডিও জ্যাক। ৩২ জিবি এক্সপ্যান্ডেবল মেমোরির জন্য মাইক্রো এসডি কার্ড। ব্লু-টুথ ৩.০-র মতো ফিচারও রয়েছে এ ফোনটিতে।

Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post