প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার (২০১৪) সময়সূচি

২০১৪ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হবে। এবারের সমাপনী পরীক্ষায় পঞ্চম শ্রেণির প্রায় ৩১ লাখ শিক্ষার্থী অংশ নেওয়া কথা।
আজ (রবিবার) সচিবালয়ে ‘প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৪’ এর কমিটির সভায় এ তারিখ নির্ধারণ করা হয়। ৩০ নভেম্বর পর্যন্ত এ পরীক্ষা হবে।
সকাল ১১টা থেকে দেড়টা পর্যন্ত  পরীক্ষা পরীক্ষা চলবে।
বিস্তারিত সময়সূচি
প্রাথমিক শিক্ষা সমাপনী:
২৩ নভেম্বর, রবিবার – ইংরেজি
২৪ নভেম্বর, সোমবার – বাংলা
২৫ নভেম্বর, মঙ্গলবার – বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
২৬ নভেম্বর, বুধবার – প্রাথমিক বিজ্ঞান
২৭ নভেম্বর, বৃহস্পতিবার – ধর্ম ও নৈতিক শিক্ষা
৩০ নভেম্বর, রবিবার – গণিত
ইবতেদায়ী সমাপনী পরীক্ষার সূচি:
২৩ নভেম্বর – ইংরেজি
২৪ নভেম্বর – বাংলা
২৫ নভেম্বর – পরিবেশ পরিচিতি সমাজ/পরিবেশ পরিচিতি বিজ্ঞান
২৬ নভেম্বর – আরবি
২৭ নভেম্বর – কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ&
৩০ নভেম্বর – গণিত

Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post