'শহীদের সংখ্যা নিয়ে উদ্ভট মন্তব্যের অধিকার কারো নেই'


চট্টগ্রাম ব্যুরো
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, শহীদদের সংখ্যা নিয়ে উদ্ভট মন্তব্য করার অধিকার কারো নেই। একজন দায়িত্বশীল পদে থেকে ব্যক্তিগত অথবা রাজনৈতিক উদ্দেশ্যে এমন বক্তব্য কখনোই কাম্য নয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সাম্প্রতিক বক্তব্যের প্রতি ইঙ্গিত করে এ কথা বলেন তিনি।
 
শনিবার রাতে চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে সাউদার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের একযুগ পূর্তি অনুষ্ঠানে এসব কথা বলেন মানবাধিকার কমিশনের চেয়রম্যান।
 
ড. মিজানুর রহমান বলেন, দেশের মানুষের সুরক্ষা না থাকলে তা কখনো সোনার বাংলা হতে পারে না। রাষ্ট্র যখন কোন কারণে প্রতারণার আশ্রয় নেয় তা কখনো মুক্তিযোদ্ধার রাষ্ট্র হতে পারে না। শুধু মাত্র ফ্লাইওভার নির্মাণ করে দেশের উন্নয়ন হচ্ছে এমন চিত্র তুলে ধরার মাধ্যমে দেশের মানুষের উন্নয়ন হবে না। তাদের হাসতে বলতে, সুখ-দুঃখের কথা বলার অধিকার আদায় হলে দেশের কাক্ষিত উন্নয়ন সম্ভব হবে।
 
আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর মহিউদ্দিন খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাউদার্নের প্রতিষ্ঠাতা সারওয়ার জাহান, উপাচার্য প্রফেসর ড. মোঃ নুরুল মোস্তফা, ট্রাস্টি বোর্ডের সদস্য লিয়াকত আলী চৌধুরী, উপ-উপাচার্য ড. শরীফুজ্জামান, রেজিস্ট্রার ড. ইসরাত জাহান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এজেএম নুরুউদ্দিন চৌধুরী প্রমুখ।


Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post