কম্পিউটারের ডাউনলোড এবং আপলোড এর পরিমাণ মাপতে ব্যবহার করুন ছোট্ট একটি ডাউনলোড মিটার



ইন্টারনেট যারা ব্যবহার করি সবাই কম বেশি ডাউনলোড করে থাকি। কিন্তু প্রতি মাসের শেষে জানা হয়ে ওঠে না আমরা মোট কত মেগাবাইট বা কত গিগাবাইট ডাউনলোড এবং আপলোড দিলাম। গুগোলে খুঁজলে এমন গোটা দশেক সফটওয়্যার পাবেন, সবচেয়ে ভাল DU Meter কিন্তু এটা একবার ইন্সটল করা বেশ ঝামেলাদায়ক। আমি বার তিনেক চেষ্টা করার পরে অসফল হয়ে পাড়ি জমালাম একটা ফ্রীওয়্যারের দিকে, সফটওয়্যার খানা ছোট-খাটো। আপনার পিসির টাস্কবারের সাথে সহজেই আটকে রাখতে পারবেন, প্রতিদিন কতটুকু ফাইল ডাউনলোড করলেন এবং প্রতি মাসে কত গিগাবাইট ডাউনলোড এবং আপলোড হয়েছে তা অতি সহজেই জানতে পারবেন।

আমার হিসাব মতে আমি প্রতি মাসের ১ তারিখে সফটওয়্যারের হিসাব নিকাশের পাতা নবায়ন করি। এতে করে পুরাতন ডাউনলোড এর হিসাব মুছে যায় আবার ১ তারিখ হতে নতুন মাসের হিসাব রাখা শুরু হয়। আমার গত ৩ মাসের হিসাব মতে আমি টোটাল ১৬০ দশমিক ৪১ গিগাবাইট ডাউনলোড করেছি এবং ৪ দশমিক ৮৬ গিগাবাইট আপলোড করেছি।

সুতরাং প্রতিদিন আমার গড়ে আপলোড এবং ডাউনলোড করা হয়েছে যথাক্রমে – ৪১ দশমিক ৪৭ মেগাবাইট এবং ১ দশমিক ৩৬ গিগাবাইট। আমি প্রচুর মাত্রায় মুভিখোর, বেশি বেশি মুভি ডাউনলোড করি বলেই এই অবস্থা।

ডাউনলোড করতে হলে ক্লিক করুন নিচের লিঙ্ক –এ

ডাউনলোড লিঙ্ক-http://goo.gl/vTx


Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post