মোবাইলে ইন্টারনেট ছাড়াই টুইটার
অঅ-অ+
স্মার্টফোন ও সাধারণ ফিচার ফোনে ইন্টারনেট সংযোগ ছাড়াই ব্যবহার করা যাবে মাইক্রোব্লগিং সাইট টুইটার। এ সুবিধা দিতে সিঙ্গাপুরের প্রতিষ্ঠান 'ইউ২পিয়া মোবাইল'-এর সঙ্গে চুক্তি করেছে টুইটার। চুক্তিমতে, বিশেষ প্রযুক্তি 'ফোনএটউইশ'-এর মাধ্যমে ইন্টারনেট সংযোগ ছাড়া বিশ্বের ৩০ দেশে সাত ভাষায় টুইটার ব্যবহারের সুযোগ করে দেবে 'ইউ২পিয়া'।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সুমেশ মেনন জানিয়েছেন, আগামী বছরের প্রথম প্রান্তিকেই এ সুবিধা পাওয়া যাবে। এ জন্য ব্যবহারকারীদের একটি নির্দিষ্ট কোড নম্বরে ডায়াল করতে হবে।
জানা গেছে, ফোনএটউইশ সেবার মাধ্যমে বর্তমানে প্রায় এক কোটি ১০ লাখ ব্যক্তি ইন্টারনেট ছাড়াই ফেইসবুক এবং গুগল টক ব্যবহার করছেন।
বর্তমানে টুইটার ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২৩ কোটি।
টেক প্রতিদিন ডেস্ক
সূত্র : রয়টার্স