ভার্চুয়াল কিবোর্ড ফ্লেকসি
অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও ট্যাবলেট পিসির জন্য সম্প্রতি অবমুক্ত হয়েছে ফ্লেকসি নামের নতুন একটি কিবোর্ড। প্রচলিত 'কোয়ার্ট' ঘরানার এই কিবোর্ড টাইপ করার সময় নির্ভুলভাবে শব্দকে অনুমান করতে পারে বলে দাবি করেছে এর নির্মাতা প্রতিষ্ঠান। এর বানান সংশোধন ফিচারটিও অত্যন্ত শক্তিশালী। প্রচলিত কিবোর্ডের তুলনায় এতে টাইপিংয়ের জায়গা পাওয়া যাবে ১৪% বেশি। অ্যন্ড্রয়েডচালিত যেকোনো টাচ ডিভাইসেই এটি ব্যবহার করা যাবে। অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইওএস ডিভাইসের জন্যও এটি রয়েছে। গুগল প্লেস্টোর এবং অ্যাপল অ্যাপস্টোরে পাওয়া যাবে এই কিবোর্ড।