কুতুবদিয়া:কুতুবদিয়ায় আকস্মিক
বজ্রপাতে মোস্তফা
গ্রুপের গোয়ালিনি
দুধের বিক্রয়
প্রতিনিধি মোহাম্মদ
আলম (৩০)
নিহত হয়েছে। রবিবার
১১মে প্রতিদিনের
ন্যায় লেমশীখালী
ইউনিয়নের চৌমুহনী
বাজার থেকে
মালামাল বিক্রয়
করে বিকাল
৪টায় বাই-সাইকেল যোগে
বড়ঘোপ বাজারে
ফিরে আসার
পথে লেমশীখালী
সরকারি প্রাথমিক
বিদ্যালয় সংলগ্ন
ব্রিজের পাশে
আকস্মিক বজ্রপাতের
আঘাতে অজ্ঞান
হয়ে রাস্তায়
পড়ে যায়। এ
সময় পথচারীরা
তাকে উদ্ধার
করে কুতুবদিয়া
সরকারি হাসপাতালে
নিয়ে আসেন। বিকাল
৫টায় হাসপাতালের
জরুরী বিভাগের
কর্তব্যরত চিকিৎসক
আবুল বশর
পরীক্ষা নিরীক্ষার
পর তাকে
মৃত ঘোষনা
করেন। নিহত মোহাম্মদ
আলম কুতুবদিয়া
দ্বীপের আলী
আকবর ডেইল
ইউনিয়নের সৈরগ্যার
পাড়া গ্রামের
ছৈয়দ আহমদের
পুত্র।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)