অনলাইনে যেভাবে লাইভ দেখবেন বিশ্বকাপ ফুটবল


অনলাইনে যেভাবে লাইভ দেখবেন বিশ্বকাপ ফুটবল

আজ রাত ২টা থেকে শুরু হচ্ছে ফিফা ২০১৪ বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে আয়োজক ব্রাজিল। আপনার যদি উচ্চগতির ইন্টারনেট সংযোগ থাকে তাহলে নিজের কম্পিউটার বা অনুরূপ ডিভাইস থেকেই উপভোগ করতে পারবেন বিশ্বকাপ ফুটবল। এ ধরনের কয়েকটি উপায় নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে সিনেট।
অনলাইনে ইএসপিএন-এর বিভিন্ন চ্যানেলে বিশ্বকাপ ফুটবলের লাইভ খেলা দেখা যাবে। এসব সেবা দেবে ইএসপিএন, ইএসপিএন২, ইএসপিএন৩, ইএসপিএনইউ, ইএসপিএননিউজ ও ইএসপিএন ডিপোর্টেস। এ জন্য একটি অ্যাপ ডাউনলোড করে নিলে ভালো হবে। নিচের লিংকে ক্লিক করে অপারেটিং সিস্টেম অনুযায়ী অ্যাপ ডাউনলোড করতে পারবেন-
AndroidiOSWindows 8Xbox OneAmazon Fire TV.
আর অ্যাপগুলো ভালোভাবে চালাতে আপনার নির্ভরযোগ্য ইন্টারনেট কানেকশন লাগবে। এ চ্যানেলগুলোতে অনেক সময় বিভিন্ন দেশের আইপি ব্লক করা থাকে। আপনি যে দেশ থেকে দেখছেন, সে দেশের আইপি ব্লক করা থাকলে অন্য উপায় বের করতে হবে।
গুগল সার্চ
গুগলে সার্চ করে আপনি বহু ওয়েবসাইট পাবেন, যারা অনলাইনে বিশ্বকাপ খেলা স্ট্রিম করবে। তবে তাদের মাঝে ভিডিও কোয়ালিটি ভালো কোনো সাইট খুঁজে পাওয়া মুশকিল। কিছুটা ছোট স্ক্রিনে হলেও সেসব ওয়েবসাইট থেকে বিশ্বকাপ দেখা সম্ভব। তবে সেসব ওয়েবসাইটের নির্ভরযোগ্যতার একটি বিষয় আছে। এ ধরনের ওয়েবসাইট যদি কোনো অ্যাপ ডাউনলোড করতে বলে তবে তা করার আগে সাবধান। ভাইরাস ও ক্ষতিকর প্রোগ্রাম চলে আসতে পারে বিধায় ডাউনলোডের দিকে না যাওয়াই ভালো।
 

Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post