হসপিটাল সম্পর্কিত ইংরেজী বাক্য

< হসপিটাল সম্পর্কিত >
১) ইমার্জেন্সি ওয়ার্ড কোথায়?
Where is the emergency ward?
(হয়ার ইজ দা এমারজেন্সি ওয়ার্ড?)
২) আমি তাকে হাসপাতালে ভর্তি করতে চাই।
I want to admit him in the hospital.
(আই ওয়ান্ট টু এ্যাডমিট হিম ইন দা হসপিটাল)
৩) ডাক্তার রোগীটার নাড়ি দেখলেন।
The doctor felt the pulse of the patient.
(দা ডক্টর ফেল্ট দা পাল্স অফ দা পেসন্টে)
৪) তার নাড়ী একটু গরম হচ্ছে।
His pulse is slightly excited.
(হিজ পাল্স ইজ স্লাইটলি এক্সাইটেড)
৫) তার জ্বর বাড়ছে।
His temperature is rising.
(হিজ টেমপারেচার ইজ রাইজিং)
৬) হাত পা কামড়ানো।
Biting pain in the limbs.
(বাইটিং পেইন ইন দা লিম্বস)
৭) তার কম্প দিয়ে জ্বর এসেছে আর কাশিও আছে।
He is attacked with shivering fever and also have some cough.
(হি ইজ এ্যাটাক্ট উইথ সিভারিং ফিভার এ্যান্ড অলস হ্যাভ সাম কাফ)
৮) এক্সরে করতে কোথায় যেতে হবে?
Where is the x-ray department?
(হোয়্যার ইজ দা এক্সরে ডিপার্টমেন্ট?)
৯) তার আঘাত লেগেছে।
He is hurt.
(হি ইজ হার্ট)
১০) তার ড্রেসিং করা দরকার।
He needs dressing.
(হি নিডস্ ড্রেসিং)
১১) মেয়েটার মুখে ব্রন।
The girl has pimple on her face.
(দা গার্ল হ্যাজ পিমপল অন হার ফেইস)
১২) আজ রোগীটা অনেকটা সুস্থ।
Today the patient is much better.
(টুডেই দা পেসেন্ট ইজ মাচ বেটার।

Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post