পরীক্ষার হলে নিষিদ্ধ সব ধরণের ঘড়ি


নকল এড়াতে পরীক্ষার হলে সকল প্রকার ঘড়ির ব্যবহার বন্ধ করল জাপানের এক নামকরা বিশ্ববিদ্যালয়। ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, পরীক্ষাকে নকলমুক্ত করার লক্ষ্যে সব ধরণের ঘড়ি নিষিদ্ধ করেছে জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়।
প্রতিবেদনে বলা হয়, জাপানের মধ্যে কিয়োটোই প্রথম শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সব ধরণের ঘড়ি নিষিদ্ধ করা হলো। যদিও অন্যান্য আন্তর্জাতিক মানের স্কুলগুলোতে এরকম নীতি অনুসরণ করা হয়। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের স্কুলগুলোতে এধরণের নিষেধাজ্ঞা রয়েছে। তাছাড়া যুক্তরাষ্ট্র এপি প্রোগ্রাম এবং স্যাট টেস্ট সেন্টার পরীক্ষার হলে স্মার্ট ওয়াচ নিয়ে আসার ব্যাপারে আইন প্রণয়ন করেছে।
জাপানের অন্যতম সেরা নকল কেলেঙ্কারিতে লেগে আছে কিয়োটো বিশ্ববিদ্যালয়ের নাম। ২০১১ সালে বিশ্ববিদ্যালয়টির এক ছাত্র পরীক্ষা চলাকালে প্রশ্নপত্রের ছবি তুলে অনলাইনে পোস্ট করে। এরপর অনলাইনে থাকা মানুষদের থেকে উত্তর নেওয়ার চেষ্টা করে সে। এখন আবশ্যিকভাবেই বেশিরভাগ পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ।

Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post