নিজস্ব প্রতিবেদক, ঢাকা : আলোচনার মাধ্যেমে তত্ত্বাবধায়ক ব্যাবস্থা না হলে ঈদের পর ঘেরাও লাগাতার হরতাল দিয়ে দবি পুরণ করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে স্বদেশ মঞ্চ কেন্দ্রীয় সংসদ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, ‘আমরা আন্দোলন শিখেছি আওয়ামী লীগের কাছ থেকে। তাদের সন্ত্রাসী লগি-বৈঠার আন্দোলনে আমরা যাবো না। আমরা সারাদেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ করবো, হরতাল দেব এবং অক্টোবরে লাগাতার হরতাল দেব।’ তিনি বলেন, ‘সরকার যতদিন পর্যন্ত আমাদের দাবি পূরণ না করবে, ততোদিন আন্দোলন চালিয়ে যাবো। শেষদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো।’ মওদুদ বলেন, ‘আমরা সমঝোতা চাই, সমঝোতার মাধ্যমে নির্বাচনকালীন সময়ে সরকারের রূপরেখা বাস্তবায়নে আমরা সহায়তা করবো। স্বদেশ মঞ্চের সভাপতি মামুনুর রশিদ খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুবদলের সহসভাপতি ফারুক আহমেদ প্রমুখ। টাইমস ওয়ার্ল্ড২৪.কম/শেখ লিমন/রাফি/২ আগস্ট ২০১৩ |
Previous
« Prev Post
« Prev Post
Next
Next Post »
Next Post »
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)