২০০৮ এর ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার প্রথম রানার আপ সংগীতশিল্পী ঝুম ঝুম আক্তার ঝুমা প্রেমিক ইসরাফিলের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে গেছেন। ২৩ জুলাই নরসিংদীর নিজ গ্রাম থেকে প্রেমিক ইসরাফিলের কাছে চলে যান ঝুমা। তবে ঝুমার মা বলছেন তার মেয়েকে অপহরণ করা হয়েছে। ঝুমার মা এ ঘটনায় নরসিংদী কোর্টে নারী ও শিশু নির্যাতন মামলা করেছেন ইসরাফিল ও তার গাড়ির ড্রাইভার ফয়সালের নামে।
বাংলানিউজকে ঝুমার মা আরো জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি সংগীত অনুষ্ঠানে গান করতে গিয়েছিল ঝুমা। সেখানেই প্রায় দু থেকে আড়াই বছর আগে পরিচয় হয় ইসরাফিলের সঙ্গে। এবং তখন থেকে ইসরাফিল প্রায় ঝুমার সঙ্গে দেখা করতে আসতো। বিভিন্ন সময় ঝুমাকে নানা রকম জিনিসপত্র কিনে দিতো।
এরপর থেকে প্রায় সময় ঝুমা পাঁচ থেকে সাত দিন বাড়ির বাইরে থাকতো। কোন খোঁজ খবর পাওয়া যেত না। ঝুমা বাড়ি থেকে পালিয়ে যাবার দু’দিন পর ইসরাফিল তার কয়েকজন বন্ধুবান্ধবসহ এসে ঝুমার বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে টিভি, ফ্রিজ, ল্যাপটপ সহ বিভিন্ন আসবাবপত্র নিয়ে যায়।
এ সময় ঝুমার মা বাঁধা দিলে ইসরাফিল বলেন ‘ঝুমা আমার স্ত্রী তাকে আমি বিয়ে করেছি। তার জিনিসপত্র সে নিয়ে যেতে বলেছে। তাই নিয়ে যাচ্ছি।’
এ বিষয়ে ঝুমার মা বাংলানিউজকে বলেন ‘আমি বেশ কিছু দিন অপেক্ষা করে মেয়ের কোন খোঁজ না পেয়ে মামলা করেছি। ঝুমা এবং ইসরাফিল কারো সঙ্গেই আমি এখন যোগাযোগ করতে পারছি না। আমার মেয়ের বয়স ১৪ বছর। সে আবেগের বশে কাজটা করেছে।’
এ বিষয়ে ঝুমার সঙ্গে যোগাযোগ করা হলে ‘আমি অপহৃত হইনি। এ বিষয়টি নিয়ে কোন কথাও বলতে চাই না’ বলে ফোনের লাইন কেটে দেন তিনি।
ইসরাফিলের বাড়ি সাভার থানার আশুলিয়া থানায়। সে মূলত একজন দুধ ব্যবসায়ী। তার দুই স্ত্রী রয়েছে। ঝুমা ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের বাণিজ্য বিভাগের নবম শ্রেণীর ছাত্রী। প্রায় মাস তিনেক ধরে সে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে বলে জানায় তার মা জেসমিন আক্তার। |
Previous
« Prev Post
« Prev Post
Next
Next Post »
Next Post »
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)