বৃহষ্পতিবার থেকে শিশু কিশোরদের জন্য বাংলায় অনলাইন প্রোগ্রামিং কোর্স




২৯ আগস্ট থেকে শুরু হচ্ছে আগ্রহী শিশুকিশোরদের জন্য কম্পিউটার প্রোগ্রামিং-এর বাংলা অনলাইন কোর্স। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলের অ্যাকাডেমিক কাউন্সিলর, মুক্ত সফটওয়্যার লিমিটেডের প্রধান নির্বাহী এবং বাংলা ভাষায় রচিত “কম্পিউটার প্রোগ্রামিং” বই-এর লেখক তামিম শাহরিয়ার সুবিন এই অনলাইন কোর্সটি পরিচালনা করবেন। তাকে সহযোগিতা করবেন কম্পিউটারের বিশ্ব লড়াই-এ অংশগ্রহণকারী প্রকৌশলী ওয়াসী আহমেদ এবং আইএমওতে অংশগ্রহনকারীর প্রথম বাংলাদেশ গণিত দলের সদস্য প্রকৌশলী তাহমিদ রাফি।
কোর্সের পরিচালক তামিম শাহরিয়ার জানান, গত বছর থেকে তিনি এই কোর্সটি শুরু করার জন্য চিন্তাভাবনা শুরু করেন। মূলত বাংলাদেশ ইনফরম্যাটিক্স অলিম্পিয়াড এর জন্যে আগ্রহীদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর ভিত প্রস্তুত করাই এই কোর্সের লক্ষ্য বলে তিনি জানান। আগ্রহীদের জন্য ইউটিউবে প্রচারিত এক ভিডিও বার্তায় মীর ওয়াসি আহমেদ বলেন- দেশে ও আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণের ক্ষেত্রে এই কোর্সে অংশগ্রহণ সহায়ক ভূমিকা রাখবে। তবে, যারা অলিম্পিয়াডে অংশ নিতে আগ্রহী নয় কিন্তু প্রোগ্রামিং-এ আগ্রহী তাদেরও কাজে লাগবে।
জানা গেছে, এই কোর্সটি হবে ছয় সপ্তাহের। প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে ইউটিউবে ভিডিও লেকচার প্রচার করা হবে। অংশগ্রহণকারীরা এই লেকচার শুনে ও দেখে নিজেদের প্রস্তুতি নেবে। সপ্তাহের শেষ দিনে দেওয়া হবে কুইজ ও অ্যাসাইনমেন্ট। অংশগ্রহণকারীদের সে সকল কুইজ ও অ্যাসাইমেন্ট নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে জমা দিতে হবে। কোর্সের অন্যমত পরিচালক তাহমিদ রাফি জানিয়েছেন – অ্যাসাইনমেন্ট ও কুইজের ভিত্তিতে তাদের একটি গ্রেডিং করা হবে। তবে, কোন সার্টিফিকেট দেওয়ার পরিকল্পনা তাদের নেই। অবশ্য কোর্স শেষে অনেকে আগ্রহী হলে তাদের জন্য একটি অনলাইন প্রোগ্রামিং কোর্সের আয়োজন করা হতে পারে।
উল্লেখ্য যে, প্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই আয়োজন হলেও প্রোগ্রামিং-এ আগ্রহী নবীশরাও এই কোর্সে অংশ নিতে পারবে। এই কোর্সে অংশ নেওয়ার জন্য কোন ফী নেই। তবে, আগ্রহীদের আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের ঠিকানা – http://bit.ly/1aifVk8।

Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post