বিএনপি কেয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না


Thu, 29 Aug, 2013 02:55 PM

ছবি: দীপা
ঢাকা: বিএনপি যদি তাদের অতীত ভুল স্বীকার করে নিজেদের পরিবর্তনের কথা জনগণকে বোঝাতে সমর্থন না হয়, তাহলে কেয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে দিগন্ত টেলিভিশ সম্প্রচারের সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদী অবস্থান ও সংহতি বন্ধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, ‘বিএনপি সত্যিকার অর্থে বিরোধী দলের দায়িত্ব পালন করতে পারেনি। তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই বিএনপি যদি অতীত ভুল স্বীকার করে নিজেদের পরিবর্তনের কথা জনগণকে বোঝাতে সমর্থন না হয়, তাহলে কেয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় আসতে পারবে না।’

তিনি বলেন, ‘বিএনপি যোগ্য দল হলে চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি, ইসলামী টিভি, আমারদেশ পত্রিকা বন্ধ হয়েছে অন্যতায় বন্ধ হতো না। বিএনপি ও আওয়ামী লীগ টাকার এপিঠ-ওপিঠ। অন্যায় অত্যাচার দুর্নীতির দিকে থেকে তারা এপিঠ-ওপিঠ।’

সরকার যদি দিগন্ত টিভি খুলে দেয় তাহলে অন্তত আগামীতে ১০টি সংসদীয় আসন বেশি পেতে পারে। দিগন্ত টিভি বন্ধ করে দেয়ার কারণে তাদের ২০টি আসন কমেছে বলে উল্লেখ করেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, ‘দিগন্ত টেলিভিশনের কর্তাব্যক্তিদের ঈমান ঠিক নেই। তারা জালিম সরকারের হাত-পা টিপছে টিভি চ্যানেল খুলে দিতে। অথচ তারা রাজপথে যায়নি কিংবা আইন লড়াই করেনি’।

শাহবাগের প্রজন্ম চত্বরের সমালোচনা করে তিনি বলেন, ‘শাহবাগ থেকে আমাকে নব্যরাজাকার উপাধি দেয়া হয়েছে। আজ সেই শাহবাগ আল্লাহর গজবে উড়ে গেছে। সরকার তাদের বিরানী খাইয়ে মাসের পর মাস সেখানে অবস্থান করিয়েছে।’

তিনি আরও বলেন, ‘অথচ মতিঝিলে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের এক রাতও থাকতে দেয়নি। তাদের ওপর জুলুম নির্যাতন চালানো হয়েছে। হাজার হাজার  কর্মী হত্যা করা হয়েছে। দিগন্ত থাকলে আমরা তা দেখতে পারতাম।’

বড় ভাই লতিফ সিদ্দিকী সম্পর্কে তিনি বলেন, ‘আমার বড় ভাই আমাকে আজকের রাজাকার বলে জাতির পিতার চেয়ে বেশি সম্মান দিয়েছেন। তাই তাকে আমি  সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমি আজকের রাজকার হতে চাই। যেমন রাসূলের স্বেচ্ছাসেবকরা রাজকারদের ভূমিকা পালন করেছিলেন।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ,  কল্যাণ পার্টির সভাপতি লে. জে (অব.) ইব্রাহীম বীরপ্রতিক, জাগাপা সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, কবি আবদুল হাই শিকদার, নয়াদিগন্ত সম্পাদক আলমগীর  মহিউদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, সাংবাদিক নেতা  আবদুস শহিদ, ইলিয়াস খান বাকের হোসাইন, দিগন্ত টিভির নির্বাহী পরিচালক মাহবুবে আলম, প্রধান বার্তা সম্পাদক জিয়াউল কবির সুমন প্রমুখ।

Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post