ফেসবুক আসক্তি থেকে মুক্তি কিবোর্ডেই!



আসক্তি থেকে মুক্তি দেবে কিবোর্ডঅতিরিক্ত সময় ধরে ফেসবুক বা অন্য কোনো সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহারকারীদের আসক্তি থেকে মুক্তি দিতে পারে কিবোর্ড। সম্প্রতি ম্যাসাচুসেটস গবেষকেরা এ কিবোর্ড তৈরিতে কাজ করছেন।
গবেষকেরা জানিয়েছেন, অতিরিক্ত সময় ধরে ফেসবুক ব্যবহার করলে ফেসবুক বিদ্যুত্ শক দেওয়া শুরু করবে এবং বারবার বিরক্ত করবে।
গবেষক রবার্ট মরিস ও ড্যান ম্যাকডাফ জানিয়েছেন, তাঁর সপ্তাহে প্রায় ৫০ ঘণ্টা পর্যন্ত ফেসবুকে সময় নষ্ট করতেন। এই আসক্তি থেকে মুক্তি পেতে তাঁরা নতুন পদ্ধতির কিবোর্ড তৈরির পরিকল্পনা করেন। অ্যাপ্লিকেশন বা কোনো ওয়েবসাইটে অতিরিক্ত সময় কাটানোর বিষয়টি হিসেব করে কিবোর্ড এবং অতিরিক্ত সময় পার হলেই বিদ্যুতের শক।
কিবোর্ডের বিদ্যুৎ পরিবাহী ধাতব ধারগুলোয় নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ শক পরিবাহিত হয়। অবশ্য এ শক বিপদজনক কিছু নয়। এতে হয়তো ফেসবুকের অতি আসক্তি থেকে মুক্তি মিলতে পারে!

Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post