ঢাকা: সম্প্রতি ক্যাটরিনার সাথে ইবিজা সমুদ্র সৈকতে রণবীরের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফাঁস হওয়ার পর এতদিন নিশ্চুপ ছিলেন ক্যাটরিন। অবশেষে তিনি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। এ নিয়ে তিনি ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এ ঘটনার জন্য সাংবাদিকদের দুষেছেন বলিউডের হটকেট ক্যাটরিনা।
ছবি ফাঁসের ঘটনায় প্রতিক্রিয়া জানাতে খোলা চিঠি লিখেছেন ক্যাটরিনা। সম্প্রতি ‘টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত হয়েছে সেই চিঠি। চিঠিতে ক্যাটরিনা লিখেছেন, ‘আমি স্পেনে অবকাশযাপনে গিয়েছিলাম। সে সময় লুকিয়ে এসব ছবি তোলা হয়েছে কোনো রকম অনুমতি না নিয়েই। ভীরু-কাপুরুষের মতো এমন কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শুধু তাই নয়, ছবিগুলো প্রকাশও করা হযয়েছে বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে।’
ক্যাটরিনা আরও লিখেছেন, ‘তারকাদের ব্যক্তিগত জীবনের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা না দেখিয়ে এবং শালীনতার তোয়াক্কা না করে অসাধু সাংবাদিকতার চর্চা চলছে। একশ্রেণীর অসাধু সাংবাদিক শকুনের মতো ওঁৎ পেতে তারকাদের ব্যক্তিজীবনে হস্তক্ষেপ করছেন। আমার এসব ছবি ফাঁস করে সেই অসাধু সাংবাদিকতাকেই উৎসাহিত করা হয়েছে।’
প্রকাশিত ছবিগুলো সংবাদমাধ্যম থেকে সরিযয়ে ফেলার কথাও বলেছেন ক্যাটরিনা। তিনি লিখেছেন, ‘বরাবরই গণমাধ্যমের সঙ্গে আমি সুসম্পর্ক বজায় রেখেছি। চাইলেই যেকোনো সময় গণমাধ্যমকর্মীরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কাজেই আমার ওপর এভাবে চুপিসারে আক্রমণ চালানোর কোনো কারণ নেই।’
প্রসঙ্গত, গত জুলাই মাসের শুরুর দিকে ম্যাকাওতে আইফা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা বলে ক্যাটরিনা চলে যান স্পেনে। সেখানে আগে থেকেই তাঁর জন্য অপেক্ষা করছিলেন রণবীর। স্পেনের ইবিজা সমুদ্রসৈকতে অবকাশযাপনের সময় গোপনে তাঁদের একান্ত মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করেন আলোকচিত্রীরা। পরে ছবিগুলো প্রকাশিত হয় ‘স্টারডাস্ট’ ম্যাগাজিনে। ছবিগুলোতে বিকিনি পরা অবস্থায় দেখা গেছে ক্যাটকে।