নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিরপুরে ইউনূস সেন্টারে কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। সেইসঙ্গে ড. ইউনূস বলেন, আমরা রাজনৈতিক দলগুলোর কাছে আকুল আবেদন করছি। আপনারা সমঝোতায় আসুন। নির্বাচন সব দলের অংশগ্রহণেই হতে হবে। দ্রুততম সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় পৌঁছানোর তাগিদ দিয়ে ড. ইউনূস বলেন, দেশে অশান্তি দূর করতে ও সামগ্রিক অগ্রগতির জন্য নির্দলীয় সরকারের অধীন ছাড়া শান্তিপূর্ণভাবে আগামী সংসদ নির্বাচন হওয়ার সুযোগ নেই। দেশে অশান্তির কালো মেঘ ঘনিয়ে এসেছে। এ অশান্তি দেশের মানুষের প্রাপ্য নয়। কারো কারো ইচ্ছার কারণে কোনো দল বা দলসমূহের ইচ্ছার কারণে যদি অশান্তির সৃষ্টি হয় তাহলে দেশের মানুষ তাদের ক্ষমা করবে না। মতবিনিময় অনুষ্ঠানে কাদের সিদ্দিকী বলেন, বৈঠকে আমরা একমত হয়েছি। এ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কর্তৃত্ব ছাড়া হতে পারে না এবং তা কেউ মানবে না। তিনি আরো বলেন, যে 'রেফারি'কে কেউ বিশ্বাস করে না, তিনি জোর করে 'রেফারি' হবেন। নিজেই খেলায় অংশ নেবেন। এমন জবরদস্তি হিটলারও করেছিল কিনা, আমার সন্দেহ হয়। কাদের সিদ্দিকী জানান, তার দল কৃষক-শ্রমিক-জনতা লীগ গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের পাশে থাকবে এবং গ্রামীণ ব্যাংকের ক্ষতি হতে দেবে না। এ মতবিনিময় সভায় নাসরিন কাদের সিদ্দিকী, দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ কৃষক-শ্রমিক-জনতা লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। |
Previous
« Prev Post
« Prev Post
Next
Next Post »
Next Post »
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)