আইসিসির বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে কুবিতে মানববন্ধন

রোববার, ২০ মার্চ ২০১৬ ১৪:৩৮ ঘণ্টা

আইসিসির বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে কুবিতে মানববন্ধন

কুবি প্রতিনিধি, বাংলামেইল২৪ডটকম

কুবি (কুমিল্লা) : অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে, আইসিসি কর্তৃক তাসকিন আহমেদ ও আরাফাত সানিকে নিষিদ্ধ করার প্রতিবাদে মানববন্ধনের করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ইলিয়াছ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজা-ই-ইলাহী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, বাংলাদেশ যখনই ক্রিকেটে ভালো কিছু করে তখনি, আইসিসি চক্রান্ত করে বাংলাদেশেকে পিছিয়ে দেয়ার ষড়যন্ত্র করে। তাসকিন আহমেদ ও ইলিয়াস সানির বোলিং অ্যাকশন পরীক্ষা করে সতর্ক করার কথা থাকলেও তারা তা না করে ২ জন বিশ্বমানের বোলারকে নিষিদ্ধ করে।
বক্তারা আরো বলেন, আইসিসির নিয়ম শুধুমাত্র বাংলাদেশের বিপক্ষেই ব্যবহার হয়। কিন্তু  ক্রিকেটের তিন মোড়ল বোলারদের ক্ষেত্রে তা প্রয়োগ করা হয় না।
উল্লেখ্য, আইসিসির মতে, আরাফাত সানির বেশ কিছু ডেলিভারির সময় তার কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকা হয় ও তাসকিন আহমেদের বেশ কিছু ডেলিভারি বৈধতার সীমা অতিক্রম করেছে। আইসিসির নিয়ম অনুযায়ী তাদের বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ।


Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post