তিন মোড়লের ক্রিকেট রাজনীতি রুখে দিন

রোববার, ২০ মার্চ ২০১৬ ১৩:৩০ ঘণ্টা

তিন মোড়লের ক্রিকেট রাজনীতি রুখে দিন


ঢাকা : বিশ্বের অন্যতম ফাস্ট বোলার তাসকিন আহমেদ ও ঘূর্ণি জাদুকর আরাফাত সানির বোলিং অ্যাকশন পরিকল্পিত ষড়যন্ত্রে অবৈধ ঘোষণা করে নিষিদ্ধ করায় আইসিসি’র প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ)।
পাশাপাশি ক্রিকেটের তিন মোড়লের রাজনীতি প্রতিহত ও আইসিসি’র ষড়যন্ত্র রুখে দাঁড়াতে ক্রিকেটভক্তদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সংগঠনটি। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ আহ্বান জানানো হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা কবীর বলেন, ২০১৫ অস্টেলিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মেলবোর্নে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের মাধ্যেমে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে যে ষড়যন্ত্র শুরু করেছিল, তা তাসকিন-সানির বোলিং অ্যাকশনকে পরিকল্পিতভাবে অবৈধ ঘোষণা করে নিষিদ্ধের মধ্য দিয়ে সে ষড়যন্ত্র ও ক্রিকেট নোংরা রাজনীতি অব্যাহত রেখেছে আইসিসি। যা বিশ্বের কোটি কোটি ক্রিকেট ভক্তদের সাথে বাংলাদেশের ১৬ কোটি ক্রিকেটপ্রেমী মর্মাহত ও লজ্জিত।
তি‌নি আরও ব‌লেন, তিন মোড়‌লের কোনো ক্রি‌কে‌টার আজ পর্যন্ত নি‌ষিদ্ধ হয়নি। সাম‌নে মুস্তা‌ফিজ‌কেও নি‌ষিদ্ধ করার ষড়য‌ন্ত্র চলছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
আইসিসি’র তীব্র সমালোচনা করে তিনি বলেন, শুধু আম্পায়ার রড টাকার ও ম্যাচ রেফারি অ্যান্ডি পিক্রফটের ক্রিকেট অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ শুধু নয়, স্বয়ং আইসিসি আজ বিশ্বের কোটি কোটি ক্রিকেট ভক্ত-অনুরাগীদের কাছে বিতর্কিত, পক্ষপাতদুষ্ট ও স্বজনপ্রীতির অভিযোগে জর্জরিত। যা বোলিং অ্যাকশন সম্পর্কিত আইসিসির আইনের ২.২.৬ ধারাকে অবজ্ঞা করে তাসকিনকে নিষিদ্ধ করায় প্রতীয়মান।
আইসিসি তার বিতর্কিত সিদ্ধান্ত প্রত্যাহার ও অগ্রণযোগ্য ব্যক্তিদের বহিষ্কারের পাশাপাশি, বিশ্ব ক্রিকেটকে সময় উপযোগী, নিরপেক্ষ ও সকল দলের সমান অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সকল বিতর্কের ঊর্ধ্বে উঠে কোটি কোটি ক্রিকেট ভক্ত-সমর্থকদের নান্দনিক ও শৈল্পিক ক্রিকেট খেলা উপহার দেয়ার দাবি জানানো হয় সমাবেশ থেকে।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোজ্জামেল হক, সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান খান শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ মেজবাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post