স্পোর্টসডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই দুর্দান্ত পারফম্যান্সে ক্রিকেটপ্রমীদের নজর কাড়ার পাশাপাশি প্রশংসা কুড়িয়েছেন ক্রিকেট কিংবদন্তিদের। এরই ধারাবাহিকতায় অভিষেকের এক বছর না ঘুরতেই ডাক পেয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রথমবার আইপিএল খেলতে গিয়েই সবার পছন্দের পাত্রে পরিণত হয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান।
বিপক্ষ দলের রানের চাকা আটকাতে জুড়ি নেই বাঁহাতি এই পেসারের। দলের কোচ এবং অধিনায়ক ম্যাচের আগে তাকে নিয়ে বিভিন্ন রকমের পরিকল্পনা করেন। আর তাদের আশার প্রতিদান দিয়েই ডেথ বোলিংয়ে অধিনায়কের সেরা অস্ত্রে রূপান্তর হয়েছেন। প্রায় প্রত্যেকটা ম্যাচেই মুস্তাফিজ ডেথ ওভারগুলোতে বেশি বোলিং করেছেন। ডেথ ওভারে মুস্তাফিজের বোলিংয়ে সমর্থকদের পাশাপাশি মুগ্ধ হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ডেথ ওভারগুলোতে মুস্তাফিজের অসাধারাণ বোলিংয়ে রান নিতে হিমশিম খেতে হচ্ছে ব্যাটসম্যানদের।
আর ডেভিড ওয়ার্নারও স্বীকার করে নিলেন মুস্তাফিজ ডেথ বোলিংকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বললেন, ‘মুস্তাফিজকে দিয়ে বোলিং করানোর আদর্শ উপায় হচ্ছে তার প্রথম ওভারটি পাওয়ার প্লেতে এবং বাকি তিন ওভার ডেথ ওভারে করানো। সে অসাধারণ একজন ডেথ বোলার। এটা তার শিল্প’। এদিকে মুস্তাফিজের প্রশংসা করতে গিয়ে স্বদেশি পেসার মিচেল স্টার্ককেও টেনে আনেন এই অসি ব্যাটসম্যান। ওয়ার্নার বলেন, ‘মুস্তাফিজ অনেকটা মিচেল স্টার্কের মত।
নতুন বলে সে অনেক ভয়ঙ্কর এবং শেষের দিকে তার বলে রান করা কঠিনই নয় বরং অনেকটা অসম্ভব’। জানিয়ে রাখা ভালো, আইপিএলে দলের তিন ম্যাচের তিনটিতেই মূল একাদশে জায়গা করে নিয়েছেন মুস্তাফিজ। তিন ম্যাচে মোট চারটি উইকেট পান এই ‘বিস্ময় বালক’। এছাড়া মুস্তাফিজের মিতব্যয়ী বোলিং প্রতিপক্ষের রানের চাকা আটকাতে দারুণ ভূমিকা রাখে।