আমাদের মুস্তাফিজের নাম ছোট করে, একি নামে ডাকেন ওয়ার্নার?

Dhaka premier legue

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএলে) প্রথমবারের মতো সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। হায়দরাবাদে গিয়ে তাবে সবচেয়ে বড় যে সমস্যার মুখোমুখি হতে হয় তা হলো ভাষাগত সমস্যা। বাংলা ভাষা ছাড় আর কোনো ভাষাই জানেন না মুস্তাফিজ। তার সঙ্গে যোগাযোগের জন্য সার্বক্ষনিক একজন দোভাষী নিয়োগ করেছে সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু সবসময় কী আর দোভাষীকে দিয়ে কাজ চালানো যায়। তাইতো দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার বলছেন, মুস্তাফিজের জন্য বাংলাটাই শিখতে হবে!

বৃহস্পতিবার ওই ছবি নিয়েই টুইটারে একজনের মন্তব্যের জবাবে ওয়ার্নার বলেন, আমি ফিজের(মুস্তাফিজ) জন্য গুগল ট্রান্সলেশন ব্যবহার করছিলাম। চেষ্টা করছি কিভাবে বাংলা শিখতে হয়।বুধবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়ে গেছে। ছবিতে দেখা যাচ্ছে, টেবিলের দু পাশে বসে মোবাইলে ব্যস্ত মুস্তাফিজ ও ওয়ার্নার। টেবিলে একটি কাগজের হোডিংয়ে লেখা, ‘নো ফটোস’। ছবি তবু ঠিকই তোলা হয়েছে আর এই ছবিটিই ভাইরান হয়ে গেছে ক্রিকেট বিশ্বে।
এবারের বিপিএলে সানরাইজার্সের অন্যতম সেরা পারফরমার মুস্তাফিজ। বৃহস্পতিবারের আগে ৩ ম্যাচে নিয়েছেন ৪ উইকেট; দারুণ বোলিংয়ে ব্যাটসম্যানদের বিপাকে ফেলেছেন নিয়মিত।

Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post