স্পোর্টস ডেস্ক : বিকেলে মেয়েরা আর রাতে ছেলেরা খেলে বিশ্ব চ্যাম্পিয়ন হলো ওয়েস্ট ইন্ডিজ। যারা ইডেন মাঠেই স্বাগতিক টিম ইন্ডিয়াকে দ্বিতীয় সেমিফাইনালে কাঁদিয়ে ফাইনালে উঠে আসে। আজ সেই মাঠেই ২০১৬ টি-২০ বিশ্বকাপ জয় করে দ্বিতীয়বারের মত বিশ্ব চ্যাম্পিয়ন হলো ক্রিজ গেইলরা।
ইডেনে ফাইনালে খেলার সৌভাগ্য হয়নি টি২০ বিশ্বকাপের আয়োজক দেশ ভারতের। ফাইনালে ছিল না উপমহাদেশের কোনো দলই, কিন্তু সব শেষে জয় হলো সেই ক্রিকেটেরই। ম্যাচ হল রোমাঞ্চকর। টানটান উত্তেজনা উপভোগ করলেন ক্রিকেটপ্রেমীরা।
জয়ের শেষ হাসি হাসল ক্যারিবিয়ানরা। বিকেলে মেয়েদের টি২০ বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। একটু পর রাতে জিতলেন ওয়েস্ট ইন্ডিজের ছেলেরা। ক্যারিবীয়ানরা দেখালো সাম্প্রতিক ক্রিকেটের সব বিভাগে সেরা যে তারাই।
২ বল বাকি থাকতে ৪ উইকেটে জিতে গেল ওয়েস্ট ইন্ডিজ। মার্লন স্যামুয়েলস খেললেন জীবনের অন্যতম সেরা ইনিংস। কিন্তু তিনি শুধু জয়ের ছবিটা এঁকেছিলেন। কিন্তু ব্রেথওয়েট যেন সেই ছবিতে প্রাণ এনে দিলেন। শেষ ওভারে ১৯ রান দরকার ছিল। অথচ ব্রেথওয়েট কি না প্রথম তিন বলে মেরেদিলেন তিন তিনটে ছক্কা! চার নম্বর বলটাতেও ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে