মঙ্গলবার রাত পৌনে একটার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়া এই দাবি জানান।
খালেদা জিয়া দাবি করেন, বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রতিবাদে বিক্ষোভরত জনসাধারণের ওপর পুলিশের হামলায় পাঁচজন নিহত হয়েছেন।
এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘আমি মনে করি, হত্যা-নির্যাতন চালিয়ে গদি রক্ষা যেমন সম্ভব নয়, তেমনি জনগণের প্রতিবাদ-বিক্ষোভও অনির্দিষ্টকাল দমন করে রাখা যাবে না।’
বাঁশখালী উপজেলার গণ্ডামারায় বিদ্যুৎকেন্দ্র স্থাপনকে কেন্দ্র সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে পাল্টাপাল্টি সমাবেশ ডাকা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।