এবারের বিশ্বকাপে সেরা ক্যাচের তালিকায় প্রথম ও দ্বিতীয় ক্যাচ এসেছে সৌম্য সরকারের হাত থেকে। সেরা দশে আরও এক টাইগার অষ্টম অবস্থানে রয়েছেন। সৌম্যের সঙ্গে সেরা দশটি ক্যাচের তালিকায় স্থান করে নিয়েছেন সাকিব আল হাসানও।
ব্যাট হাতে আলো ছড়াতে না পারলেও সৌম্য সরকারের সেরা ক্যাচের কথা মনে রেখেছে আইসিসি। টুর্নামেন্টের সেরা দশ মূহুর্তের মাঝে জায়গা হয়েছে ভারতের বিপক্ষে ডিপে নেওয়া সৌম্যের অসাধারণ ক্যাচটি।
ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হার্দিক পান্ডের ক্যাচটি নিয়ে আইসিসির সেরা পাঁচে রয়েছেন সৌম্য। অসাধারণ দক্ষতায় লম্বা ডাইভ দিয়ে ক্যাচটি লুফে নেন তিনি। ভারতকে ১৪৬ রানে বেঁধে ফেলতে সেই ক্যাচটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ ছাড়া পাকিস্তানের বিপে বাউন্ডারি লাইনের কাছে তার আরো একটি চমৎকার ক্যাচ বিশ্বকাপে আইসিসির অসাধারণ ক্যাচের তালিকায় রয়েছে। ২১ মার্চ অস্ট্রেলিয়ার বিপে ডেভিড ওয়ার্নারের অসাধারণ একটি ক্যাচ নেন সাকিব। যেটি রয়েছে অষ্টম অবস্থানে।
বিশ্বকাপের মূলপর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ইডেন গার্ডেন্সে সৌম্যর দুর্দান্ত ক্যাচে ফেরেন সেট ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ।এদিন মোহাম্মদ হাফিজের স্লগ-সুইপে উড়িয়ে মারা বল প্রায় ১৫ মিটার দৌঁড়ে আটকে দেন সৌম্য। এরপর নিয়ন্ত্রণে রাখতে না পেরে বল ছুঁড়ে দেন হাওয়ায়। দ্বিতীয় প্রচেষ্টায় বাউন্ডারি লাইনের বাইরে থেকে বল ভেতরে এনে দারুণ দক্ষতায় তালুবন্দি করেন সৌম্য। নিশ্চিত ছক্কাকে পরিণত করেন ক্যাচে। যা তাকে এশিয়ান ক্রিকেটার হিসেবে সেরা ক্যাচের তালিকায় জায়গা করে দিয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এশিয়ার সেরা ফিল্ডারের তালিকায়ও সবার শীর্ষে উঠে আসেন সৌম্য। তাকে এমন স্বীকৃতি দেয় ভারতের শীর্ষ সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’। ভারতের বিপক্ষে ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ডাইভ দিয়ে নেওয়া ভারতের হারদিক পান্ডের ক্যাচটি স্থান পেয়েছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ১০ মুহূর্তের একটি হিসেবে।
এই বিশ্বকাপে সৌম্যর সুখ-স্মৃতি বলতে তো ক্যাচগুলোই!
ক্যাচ প্রসঙ্গে সৌম্য জানান, ব্যাটিং-ব্যর্থতাই নাকি অমন ফিল্ডিংয়ের কারণ, ‘আসলে ব্যাটে রান আসছিল না। বোলিংও করছি না। কী করবো..। চেয়েছিলাম ফিল্ডিংয়ে অন্তত সেরাটা দিব। চেষ্টা করেছি, হয়ে গেছে। ক্যাচ দুটি অনেক দিন মনে থাকবে আমার।’
সীমানা দঁড়ির উপর একাধিক প্রচেষ্টায় ক্যাচ নেওয়া প্রসঙ্গে সৌম্য জানান, মাঝে মাঝে অনুশীলন করতাম সীমানার উপর ক্যাচ নিতে। এসব ক্যাচ যে অনেক কঠিন তা কিন্তু না। শরীরের ভারসাম্য ঠিক রাখতে পারলে অনেক সময়ই এমন ক্যাচ তালুবন্দি করা সম্ভব।