মুস্তাফিজের জন্যই আমি দলে সুযোগ পাচ্ছি না : ট্রেন্ট বোল্ট


মুস্তাফিজের জন্যই আমি দলে সুযোগ পাচ্ছি না : ট্রেন্ট বোল্ট
 : নিউজিল্যান্ডের সেরা পেসার ট্রেন্ট বোল্ট। খেলতে এসেছেন আইপিএল। মুস্তাফিজের দল হায়দারাবাদের খেলোয়াড় তিনি।
মুস্তাফিজের সাথে এর আগে বারবার খবরের শিরোনাম হয়েছেন নিউজিল্যান্ডের এ পেসার। হায়দারাবাদের এই তারকাকে বারবারই সাইড বেঞ্চে থাকতে হচ্ছে।
একাদশে সুযোগ 
মিলছে না তার। ট্রেন্ট বোল্ট এ বিষয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেছেন, মুস্তাফিজুর রহমান আমাদের দলের অসাধারণ এক বোলার।
মুস্তাফিজুর রহমানের কারণেই দলে সুযোগ পাচ্ছি না আমি। নিজেকে মুস্তাফিজের বিকল্প বোলার হিসেবে ভাবতে শুরু করেছেন বোল্ট।
গত জানুয়ারির পর থেকে কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়নি তার। দলের ভুবেনেশ্বর কুমার মুস্তাফিজের কারণে ভালো খেলছেন বলে উল্লেখ করেন বোল্ট।
একাদশে সুযোগ না পাওয়া বোল্ট বলেন, আমার পেস আক্রমণ মুস্তাফিজের চেয়েও ভয়ংঙ্কর। দলে সুযোগ পেলে মাঠেই দেখাতে চেষ্টা করব।


Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post