এবার মুস্তাফিজের জন্য ‘স্পেশাল ব্যবস্থা’ নিলো হায়দরাবাদ


এবার মুস্তাফিজের জন্য ‘স্পেশাল ব্যবস্থা’ নিলো হায়দরাবাদ
মুস্তাফিজুর রহমানকে সানরাইজার্স হায়দরাবাদ যে কতটা গুরুত্ব দিচ্ছে তা আরও একবার বুঝা গেলো। তার জন্য ‘দোভাষী’ নিয়োগ দিলো ক্লাবটি। বাংলাদেশের উদীয়মান এ পেসার প্রথমবারের মতো ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) খেলতে গেছেন। কিন্তু ভাষাগত কারণে শুরু থেকেই কিছুটা বিপদে। ইংরেজি ও হিন্দি ভাষায় কথা বলতে পারেন না। এমন কি ভাল বুঝতেও পারেন না। তবে বোলিংয়ের ভাষায় নিয়মিত কথা বলে যাচ্ছেন তিনি। ৩ ম্যাচে নিয়েছেন ৪ উইকেট। কিন্তু ভাষাগত সমস্যা কাটিয়ে ওঠার জন্য নতুন ব্যবস্থা গ্রহণ করেছে সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষ।
তার জন্য একজন বাংলাভাষী মুসলিম তরুণকে নিয়োগ দিয়েছে তারা। এতে ক্লাব কর্তৃপক্ষ ওই ‘দোভাষী’র মাধ্যমে মুস্তাফিজের সঙ্গে কথা বলছেন। দলের খেলোয়াড় ও কোচরাও এই পন্থা অবলম্বন করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক ও জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। তিনি স্থানীয় একটি পত্রিকাকে বলেন, ‘মুস্তাফিজের যেন অসুবিধা না হয় সেজন্য একজন বাঙালী মুসলিম ছেলেকে নিয়োগ দিয়েছে হায়দরাবাদ’।
এর আগে ক্রিকেট ইতিহাসে কোনো খেলোয়াড়ের জন্য আলাদা করে ‘দোভাষী’ নিয়োগ দেয়ার ঘটনা সম্ভবত প্রথম। মুস্তাফিজের অবস্থা জানাতে খালেদ মাহমুদ আরও বলেন, ‘যে কোনো পরিস্থিতিতে মুস্তাফিজ খুব দ্রুতই মানিয়ে নিতে পারে। ওর সঙ্গে দুইবার কথা হয়েছে। খেলা কিংবা অনুশীলন না থাকলে নিজের রুমে ভাইবার, হোয়াটসঅ্যাপ নিয়ে ব্যস্ত থাকে। ক্রিকেট আর নিজের প্রস্তুতি ছাড়া বাইরের কোনো বিষয়ে ওর আগ্রহ নেই’।


Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post