'আমার কৌশল রপ্ত করতে গিয়ে নিজেরটা নষ্ট করো না'- মুস্তাফিজ

ক্রিকেট বোলিং জগতে মুস্তাফিজ এক বিস্ময়ের নাম। তার অসাধারণ বোলিং নৈপুণ্যে যখন প্রতিপক্ষ ব্যাটসম্যানেরা ধরাশায়ী হয় তখন যেকোনো বোলারের মনে সাধ জেগে ওঠে, "আহা যদি মুস্তাফিজের মত বল করতে পারতাম!" ক্রিকেট বিশ্বের সবারই একটাই কৌতূহল, "কিভাবে এতো দারুন নিখুঁত বল করে মুস্তাফিজ?" মুস্তাফিজের রহস্য উন্মোচনে অনেক চেষ্টা চরিত্র করেছেন অনেকেই। সম্প্রতি ভারতের বোলার জাস্প্রিত বুমরাহ তো নিজের অস্ত্র ইয়র্কার ছেড়ে এখন মুস্তাফিজের মত কাটার দেওয়ার চেষ্টায় আছে, যদিও মুস্তাফিজের মত সফল হবার ধারে কাছেও নেই তিনি!
তবে আইপিএলে মুস্তাফিজ বিস্ময়কে যারা একেবারেই কাছ থেকে দেখছেন তারা নিশ্চই মুস্তাফিজের কাছ থেকে তার অস্ত্র গুল শিখে নিতে চাইবেন, এমনটাই স্বাভাবিক। চলতি আইপিএলে মুস্তাফিজ খেলছেন 'বোলিং স্পেশাল টিম' খ্যাত সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। দলে মুস্তাফিজের সতীর্থ সেরা বোলাররাই। আশিস নেহরা, ভুবনেশ্বর কুমার, ট্রেন্ট বোল্টের মত বোলার আর টম মুডির মত কোচের দলে খেলছেন মুস্তাফিজ।
আইপিএলের সতীর্থরা মুস্তাফিজের রহস্য জানতে চাইলে মুস্তাফিজও কাউকে নিরাশ করেন না। নিজের মত বুদ্ধিদীপ্ত জবাব দিয়ে দেন। সম্প্রতি দেশসেরা এক দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে উঠে আসে মুস্তাফিজের রহস্য সম্পর্কে সতীর্থদের এমন আগ্রহ আর মুস্তাফিজের জবাবের কথা। "সতীর্থ কিংবা দলের অন্য কেউ কি আপনার রহস্য সম্পর্কে জানতে চায়"- এমন প্রশ্নের জবাবে মুস্তাফিজ বলেন, 'টিপস তো সবাই চায়। যে জানতে চায় তাকে বলি, তোমার যেটা আছে, সেটাই তোমার জন্য সেরা। আমার যেটা আছে, সেটা আমার কাছে সেরা। কীভাবে বোলিং করি, সেটা তাদের বলি। তবে আমি হয়তো যেটা পারি, সেটা আরেকজন না-ও পারে। ওপরওয়ালা সবাইকে সবকিছু দেন না। বলি, আমার কৌশল রপ্ত করতে গিয়ে নিজেরটা নষ্ট করো না।'
এদিকে সেরা সেরা কোচের দলে খেলছেন মুস্তাফিজ, তার দলে রয়েছে বিশ্বসেরা স্পিনার মুত্তিয়া মুরালিধরন। তার থেকে কিংবা বাকি কোচদের সাথে নিজের বোলিং নিয়ে কাজ করার প্রসঙ্গে মুস্তাফিজ বলেন, 'এখানে আসলে কাজ করার মতো তেমন কিছু নেই। টেকনিক্যাল বিষয়ে শেখারও তেমন কিছু নেই। তবে কেউ যদি পরামর্শ দেয়, সেটা শিখে রাখব। পরে সময় বুঝে সেটা নিয়ে কাজ করব।'
মাঠের খেলায় যেমন দক্ষ মুস্তাফিজ তেমনি মাঠের বাইরের খেলায়ও দিনে দিনে পারদর্শী হয়ে উঠছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেকের সময়ে যে মুস্তাফিজ সবার সামনে কথা বলতে গেলে থতমত খেয়ে যেতেন, ঠিক মত কথাই বলতে পারতেন না সেই মুস্তাফিজ এখন মুখের কথাতেও কৌশল অবলম্বন করার প্রক্রিয়া রপ্ত করে ফেলেছেন। দারুন বুদ্ধিদীপ্ততার পরিচয় দিয়ে বেশ ভালই পরিস্থিতি সামাল দিচ্ছেন তিনি। একেই তো বলে "একের ভিতর সব!"

Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post