আজ আবার মুস্তাফিজ-রায়না লড়াই!


আইপিএলের ১৫ তম এবং নিজেদের চতুর্থ ম্যাচে আজ রাত সাড়ে আটটায় মুখোমুখি হবে মুস্তাফিজের হায়দ্রাবাদ এবং সুরেশ রায়নার গুজরাট। শুরু থেকে টানা তিন ম্যাচে জিতে আসা অপ্রতিরোধ্য গুজরাটের সামনে গত ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে দারুন জয়ে আত্মবিশ্বাস ফরে পাওয়া হায়দ্রাবাদ আজ মাঠে নামবে জয়ের উদ্দেশ্যে। কিন্তু রায়না-জাদেজা-ফিঞ্চদের নিয়ে গড়া শক্তিশালী গুজরাটের বিপক্ষে জয় তুলে নেওয়া সহজ হবে না মুস্তাফিজেদের জন্যে। আজ হায়দ্রাবাদের ভক্ত-সমর্থক সবাই তাকিয়ে থাকবে টাইগার মুস্তাফিজের দিকে। কেনোনা তিনি আজ সঠিক সময়ে ঠিকভাবে জ্বলে উঠলেই দলের জয়ে ভুমিকা পালন করতে পারবে। মুস্তাফিজের সাফল্যের দিকেই তাই আজ তাকিয়ে থাকবে প্রথম দুই ম্যাচে হেরে ব্যাকফুটে চলে যাওয়া হায়দ্রাবাদ দল।


আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে গুজরাটের আতিথেয়তা পাবে মুস্তাফিজরা। প্রথম তিন ম্যাচে দারুন বোলিং করা মুস্তাফিজের সেরা বোলিং এর আশায় আজ মাঠে নামবে হায়দ্রাবাদ। আজ অপ্রতিরোধ্য আইপিএলের নবাগত দল গুজরাটের অধিনায়ক সুরেশ রায়নার সাথে এর আগেও বেশ কয়েকবার দেখা হয়েছিলো মুস্তাফিজের। প্রতিবারের দেখাতেই 'ফিজ কাটারে' বিদ্ধ হয়েছে রায়না। ফলে আজও সবাই তাকিয়ে থাকবে এই দুজনের লড়াইয়ের দিকে।
রায়না-মুস্তাফিজের লড়াইয়ে যদি আজ মুস্তাফিজের কাটারের জয় হয় তবে তা নিঃসন্দেহে দলের জয়ের চাবিকাঠি হিসেবে কাজ করবে। সেই সাথে দলের শেষ ম্যাচে অন্যদুই পেসার ভুবেনশ্বর কুমার ও বারিন্দার স্রান জ্বলে ওঠায় মুস্তাফিজের সঙ্গে আজকের ম্যাচে ভালো কিছু করার প্রত্যয়ের জানান দিচ্ছে হায়দ্রাবাদ। যদি আজ বল হাতে মুস্তাফিজরা জ্বলে উঠতে পারে তবে ব্যাট হাতে বাকি কাজটা সফলভাবে করতে অসুবিধা হবার কথা নয় ধারাবাহিকভাবে অসাধারণ ব্যাটিং করে যাওয়া হায়দ্রাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নারের। এখন দেখা যাক মাঠের লড়াইয়ে আজ কার জয় হয়।
সানরাইজার্স হায়দ্রাবাদের সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), শিখর ধাওয়ান, মোইসেস হেনরিকেস, ইয়ন মরগান, দিপাক হুদা, নোমান ওঝা, বিপুল শর্মা, আশিস রেড্ডি, ভুবেনশ্বর কুমার, মুস্তাফিজুর রহমান এবং বারিন্দার স্রান।
গুজরাট লায়ন্সের সম্ভাব্য একাদশ: অ্যারন ফিঞ্চ, ব্র্যান্ডন ম্যাককালাম, সুরেশ রায়না (অধিনায়ক), দিনেশ কার্তিক, ডোয়েন ব্রাভো, আকশাদিপ নাথ, জেমস ফকনার, প্রবিন কুমার, ধাওয়াল কুলকারনি, শাহদাব জাকাতি, এবং প্রবিন তাম্বে।

Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post