টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ, ব্যক্তিগত সর্বোচ্চ ছক্কা ও রান কিন্তু তামিমেরই


টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ, ব্যক্তিগত সর্বোচ্চ ছক্কা ও রান কিন্তু তামিমেরই
স্পোর্টস ডেস্ক : এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ। চার-ছক্কার মারকাটারি বিশ্বকাপের মঞ্চে একাধিক ক্ষেত্রেই শীর্ষে রয়েছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তামিম বিশ্বকাপের সর্বোচ্চ রান, ইনিংস সর্বোচ্চ ব্যক্তিগত রান, মোট ছক্কা, এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা আর এক ইনিংস থেকে বাউন্ডারি থেকে আসা রানের হিসেবে সবার উপরেই অবস্থান করছেন।
বিশ্বকাপের ৬ ম্যাচ খেলে তামিম রান করেছেন


২৯৫। ৫ ম্যাচ খেলে ২৭৩ রান করে ভারতের বিরাট কোহলি দ্বিতীয় অবস্থানে । তৃতীয় অবস্থানে আছেন ২৪৯ রান করা ইংল্যান্ডের জো রুট। ২২২ রান নিয়ে আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ চতুর্থ অবস্থানে। ১৮৩ রান করে পাঁচ নম্বরে ইংলিশ ব্যাটসম্যান জেসন রয়।
এবারের আসরে ব্যক্তিগত ইনিংস সর্বোচ্চ রান তোলার ক্ষেত্রেও এগিয়ে তামিম। ১০৩ রান করে অপরাজিত ছিলেন তামিম। ইনিংস সর্বোচ্চ ব্যক্তিগত রানের এই তালিকায় শীর্ষে থাকা তামিমের পরেই রয়েছেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল (১০০ অপ)। কোহলি অপরাজিত ৮৯ রান নিয়ে আছেন তিন নম্বরে কোহলি।
চার-ছক্কার ধুন্ধুমার ক্রিকেটের বিশ্বমঞ্চে ছক্কায়ও এগিয়ে তামিম। তামিমের মোট ছক্কা ১৪টি। ১২টি ছক্কা হাঁকিয়ে এই তালিকায় দুইয়ে আফগান ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। আর ১১টি ছক্কা হাঁকিয়ে তিন নম্বরে ক্রিস গেইল।

Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post