সাদ আব্দুল ওয়ালী,
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2013-06-22 18:55:13.0 GMT
Updated: 2013-06-22 18:55:13.0 GMT
এবার নতুন এক ওয়াই-ফাই প্রযুক্তি আসছে
দ্রুতগতিসম্পন্ন ডেটা ট্রান্সফার সুবিধা নিয়ে। সংবাদ সংস্থা সিএনএনের খবরে
প্রকাশ, নতুন ওয়াই-ফাইয়ে অন্তর্ভুক্ত থাকছে সর্বশেষ প্রযুক্তি, যাকে বলা
হচ্ছে ‘৮০২.১১এসি’ বা ‘এসি’ প্রযুক্তি। এতে পাওয়া যাবে ১.৩ গিগাবিট পর্যন্ত
গতি প্রতি সেকেন্ডে। এই গতিতে ট্যাবলেটে একটি পুরো হাই-ডেফিনেশন মুভি
ট্রান্সফার করা যাবে মাত্র ৪ মিনিটে।
বুধবার
আনুষ্ঠানিকভাবে এই নতুন ওয়াই-ফাই প্রযুক্তির ঘোষণা দেওয়া হয়। আন্তর্জাতিক ‘ওয়াই-ফাই অ্যালায়েন্স’ নতুন এই প্রযুক্তিকে স্বীকৃতি
দিয়েছে।
এই
প্রযুক্তিতে আগের তুলনায় বেশি সংখ্যক ডিভাইস একসঙ্গে নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে।
সর্বশেষ এই ওয়াই-ফাই স্ট্যান্ডার্ড স্ট্রিমিং ভিডিও আরও নির্ভরতার সঙ্গে সরবরাহ
করতে পারবে। এই প্রযুক্তিতে স্মার্টফোন, ট্যাবলেট এবং পিসি হতে ডেটা ট্রান্সফারে
কম বিদ্যুৎ ব্যবহারের প্রয়োজন হবে।