আসছে দ্রুততর ওয়াই-ফাই


1 / 1
এবার নতুন এক ওয়াই-ফাই প্রযুক্তি আসছে দ্রুতগতিসম্পন্ন ডেটা ট্রান্সফার সুবিধা নিয়ে। সংবাদ সংস্থা সিএনএনের খবরে প্রকাশ, নতুন ওয়াই-ফাইয়ে অন্তর্ভুক্ত থাকছে সর্বশেষ প্রযুক্তি, যাকে বলা হচ্ছে ‘৮০২.১১এসি’ বা ‘এসি’ প্রযুক্তি। এতে পাওয়া যাবে ১.৩ গিগাবিট পর্যন্ত গতি প্রতি সেকেন্ডে। এই গতিতে ট্যাবলেটে একটি পুরো হাই-ডেফিনেশন মুভি ট্রান্সফার করা যাবে মাত্র ৪ মিনিটে।
বুধবার আনুষ্ঠানিকভাবে এই নতুন ওয়াই-ফাই প্রযুক্তির ঘোষণা দেওয়া হয়। আন্তর্জাতিক ‘ওয়াই-ফাই অ্যালায়েন্স’ নতুন এই প্রযুক্তিকে স্বীকৃতি দিয়েছে।
এই প্রযুক্তিতে আগের তুলনায় বেশি সংখ্যক ডিভাইস একসঙ্গে নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে। সর্বশেষ এই ওয়াই-ফাই স্ট্যান্ডার্ড স্ট্রিমিং ভিডিও আরও নির্ভরতার সঙ্গে সরবরাহ করতে পারবে। এই প্রযুক্তিতে স্মার্টফোন, ট্যাবলেট এবং পিসি হতে ডেটা ট্রান্সফারে কম বিদ্যুৎ ব্যবহারের প্রয়োজন হবে।

Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post