ইসলামী ব্যাংক কারো ব্যক্তিগত নয়, সবার : স্বরাষ্ট্রমন্ত্রী

Sacharবুধবার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে ইসলামী ব্যাংকের ২৭৭তম শাখা উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর।
ব্যাংক উদ্বোধনকালে মন্ত্রী বলেন, ইসলামী ব্যাংক কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান নয়। এই ব্যাংক সবার। তাই ইসলামী ব্যাংকের প্রতি সরকার সেই সদিচ্ছা দেখিয়েছে, তা আপনারাও দেখাবেন। সাচার ও কচুয়াকে দেশের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার জন্য আমি বদ্ধপরিকর। সরকার দেশের অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে প্রত্যন্ত এলাকায় ব্যাংক স্থাপন করছে।
বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, কোনো গোষ্ঠী বা দল আইনের বাইরে কোনো পদক্ষেপ নিলে ছাড় দেয়া হবে না।
ব্যাংকের কার্যকরী কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ইসকান্দার আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান, জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুননাহার ভূঁইয়া, সাচার বাজার বণিক সমিতির সভাপতি জাকির হোসেন তালুকদার প্রমুখ।

Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post