নিজস্ব প্রতিবেদক |
গ্রামীণ ব্যাংকের অখণ্ডতা বজায় ও অগ্রযাত্রায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার একটি অভিনন্দনপত্র ড. মুহাম্মদ ইউনূসের হাতে তুলে দেওয়ার সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক দলের পক্ষ থেকে তাঁকে এই প্রতিশ্রুতি দেন।
রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংক ভবনে ইউনূস সেন্টারে গতকাল রবিবার ওই চিঠি হস্তান্তর করা হয়। এ সময় বিএনপি নেতারা বিরোধীদলীয় নেতার পক্ষে একগুচ্ছ ফুলও অধ্যাপক ইউনূসের হাতে তুলে দেন। পরে ড. ইউনূসের সঙ্গে তাঁর নিজ অফিস কক্ষে একান্তে বৈঠক করেন শমসের মবিন চৌধুরী ও ওসমান ফারুক। যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ পুরস্কার 'মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড' অর্জন করায় ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে নিজ হাতে লেখা অভিনন্দনপত্র দেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন পত্রে অধ্যাপক ইউনূসকে একজন বিশ্বগর্বিত ব্যক্তিত্ব উল্লেখ করে তাঁর দীর্ঘজীবন কামনা করেন।
পরে ড. ইউনূস সাংবাদিকদের বলেন, 'আমি দেশ ও জনগণের হয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল অ্যাওয়ার্ড গ্রহণ করেছি। এটি আমার একার নয়, গোটা দেশ ও দেশবাসীর অর্জন।'
অভিনন্দনপত্র তুলে দেওয়ার পর শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, গ্রামীণ ব্যাংক দেশের গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে যে অবদান রেখেছে তা ইতিহাসে বিরল। বিএনপি গ্রামীণ ব্যাংকের সাফল্য কামনা করে। প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা ও অখণ্ডতা রক্ষায় সব সময় পাশে থাকবে।