রমজানে মুনাফালোভীদের রুখতে ডিসিদেরকে চিঠি

১৬ জুন, ২০১৩ ২১:৫১:২২
নিজস্ব প্রতিবেদকপাঠকের মন্তব্যশেয়ার

রমজান মাসে অসাধু ও মুনাফালোভী ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে থাকে উলে্লখ করে এ বিষয়ে সতর্ক থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্যসচিব মাহবুব আহমেদ স্বাক্ষরিত চিঠিটি গতকাল জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।


রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও মূল্য স্থিতিশীল রাখতে গতকাল রবিবার দ্রব্যমূল্যসংক্রান্ত আন্তমন্ত্রণালয় মনিটরিং কমিটি বৈঠক করেছে। তাতে চাল, গম, ভোজ্য তেল, চিনি, ডাল, ছোলা, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, শুকনা মরিচ, ডিম, খেজুরসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ আছে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এবার কোনো অবস্থাতেই যাতে দ্রব্যমূল্য না বাড়ে এবং পণ্যের স্বাভাবিক সরবরাহ বিঘ্নিত না হয় সে জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। সরবরাহ পরিস্থিতি যাতে বিঘ্নিত না হয় এবং দামও যাতে বাড়ে সে জন্য ব্যবসায়ীদেরও সতর্ক করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।


ডিসিদের কাছে চিঠিতে বলা হয়েছে, 'রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যায়। এ অবস্থায় প্রচলিত পণ্য বিপণন ও বাজার নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ ও প্রতিপালন করলে পণ্যের মূল্য স্বাভাবিক ও সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে।'


চিঠিতে বাণিজ্যসচিব বলেছেন, নিত্যপ্রয়োজনীয় সব পণ্যসামগ্রীর মূল্য ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা সরকারের একটি অন্যতম অঙ্গীকার। বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার মনিটরিং টিম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভোক্তাদের কাছে ন্যায্য মূল্যে মানসম্পন্ন পণ্য সরবরাহে ভূমিকা রাখছে। রমজান মাসে কিছু অসাধু ও মুনাফাখোর ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়িয়ে থাকে। রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য বাণিজ্য মন্ত্রণালয় নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে পণ্যের নির্বিঘ্ন ও নিরাপদ সরবরাহ, মজুদ পরিস্থিতি অক্ষুণ্ন রাখা, ব্যবসায়ীদের উত্সাহ দেওয়া, বাজার মনিটরিং  বাড়ানো উলে্লখযোগ্য। 


বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম মর্তজা রেজা চেৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভার পর বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব পণ্যের মজুদ ও সরবরাহ পর্যাপ্ত রয়েছে। রমজান মাসের চাহিদার তুলনায় বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ অনেক বেশি রয়েছে। তা সত্ত্বেও কেউ বাজার অস্থিতিশীল করার চষ্টো করলে সরকার আইন মোতাবেক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।


বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়, শিল্প মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, মত্স্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, টিসিবি, জাতীয়  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ট্যারিফ কমিশন, আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক, বাংলাদেশ ব্যাংক, কৃষি মন্ত্রণালয় এবং জাতীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post