আগামী কাল সকাল সন্ধ্যা হরতাল

spacer image
আগামী কাল সকাল সন্ধ্যা হরতাল
রংপুর প্রতিনিধি : রংপুরে আগামী কাল সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বিরোধী দল বিএনপি ও দলের অঙ্গসংগঠন যুবদল এবং ছাত্রদল।

এর আগে জেলা ছাত্রদলের কার্যালয়ে গত ১৬ জুন সংবাদ সম্মেলন ডেকে অর্ধদিবসের হরতাল কর্মসূচি ঘোষণা করে। পরে হরতাল দিনব্যাপি করার সিদ্ধান্তের কথা জানানো হয়।

ঢাকা সহ রংপুরে গ্রেফতার কৃত নেতাদের মুক্তি ও ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে আজ সকালে এই হরতাল আহবান করা হয়।

রংপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিজবুল কাফী বলেন, সরকার মিথ্যা মামলা দিয়ে আমাদের ২৭ নেতাকর্মীকে কারাগারে আটক রাখা হয়েছে। তাদের নির্যাতন করা হচ্ছে। আমরা তাদের মুক্তি চাই। তিনি সারা জেলায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালনের জন্য সবার প্রতি আহবান জানান।

টাইমস ওয়ার্ল্ড ২৪.কম/সো/১৯ জুন, ২০১৩

Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post