কুতুবদিয়ার পথে,কুতুবদিয়া সম্পর্কে কিছু কথা….


কুতুবদিয়ার পথে

কুতুবদিয়া সম্পর্কে কিছু কথা….

কুতুবদিয়া প্রাকৃতিক সৌন্দর্যের আধার হওয়া সত্ত্বেও অবহেলিত।এই অবহেলার একমাত্র কারণ যাতায়াত ব্যবস্থা।কর্তৃপক্ষের কাছে কুতুবদিয়া দ্বীপবাসীর দীর্ঘদিনের চাওয়া- একটি ব্রীজ/সেতু এবং বিদ্যুত প্রবাহ নিশ্চিতকরণ। কিন্তু কোন এক অদৃশ্য কারনে আজ পর্যন্ত কুতুবদিয়াবাসী এর একটিরও বাস্তবিকতার ছোয়াঁ পায় নি। কর্তৃপক্ষ একটি বিদ্যুত কেন্দ্র স্থাপন করলেও মান্দাতা আমলের পরিচালনা ব্যবস্থা এবং এবহেলার কারনে একবার অকেজো হওয়ার পর আর কোন পদক্ষেপ নেয়নি। সম্প্রতি ১ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে একটি বায়ু বিদ্যুত কেন্দ্র স্থাপন করে,কিন্তু কিছুদিন যেতে না যেতেই তাও অকেজো হয়ে যায়।
এম.পি/মন্ত্রীরা বারেবারে আশ্বাস দিয়ে যায়,কিন্তু আজ পর্যন্ত কোন কার্যকারিতা দেখা যায় নি। আশ্বাস শুধু আশ্বাসেই রয়ে যায়। কুতুবদিয়াবাসী কর্তৃপক্ষের এসব আশ্বাস শুনতে শুনতে অনেকটা অভ্যস্ত হয়ে গেছে বললে ভুল হবে না।
সভ্যতার বিবর্তন কুতুবদিয়াবাসীকে এখনো ছোঁতে পারে নি। ২১শ শতাব্দীতে এসেও কুতুবদিয়া অন্ধ্যকারই রয়ে গেল। একারনেই বাংলাদেশের এক সম্ভাবনাময় দ্বীপ কুতুবদিয়া এবং কুতুবদিয়ার সৌন্দর্য সম্পর্কে আমাদের এক বিশাল অংশ আধৌ কিছুই জানে না। বাঙ্গালীরা নাকি আশাবাদী,তাই আমরাও আশা করছি একদিন কুতুবদিয়াবাসীর আবশ্যক কিছু চাহিদা পূরণ হবে…
যাইহোক, কুতুবদিয়া যাওয়া খুবি সহজ। বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে খুব সহজে এবং অল্প খরচে কুতুবদিয়া ভ্রমন করা যাবে। কুতুবদিয়া ভ্রমন অনেকটা “এডভেঞ্ছার” মনে হবে, যারা সমুদ্র ভয় পায়। ঢাকা এবং যেকোন জেলা শহর থেকে এস.আলম বাসে কুতুবদিয়া যাওয়া খুব সহজ,যদিও বাস থেকে নেমে স্পিড বোট এ করে কুতুবদিয়া পৌঁছতে হয়। তাছাড়া নদী পথেও যাওয়া যায়। চট্টগ্রাম থেকে বাস যোগে কুতুবদিয়া যেতে সর্বমোট খরচ হবে ২৫০-৩০০ টাকা। পর্যটকদের জন্য ডাকবাংলো সহ বেশ কয়েকটি হোটেল রয়েছে। এসব হোটেলে থাকা-খাওয়াও তেমন বেশি খরচের না। সবমিলিয়ে অল্প খরচে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার একটি উত্তম জায়গা হতে  পারে কুতুবদিয়া. 

Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post