রাজশাহী বিভাগে আজ থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

রাজশাহী বিভাগে আজ থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজশাহী বিভাগে আজ সোমবার সকাল থেকে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। গতকাল রবিবার দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিভাগীয় কমিটির এক যৌথ সভায় এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। ফলে আজ সকাল ৬টা থেকে রাজশাহী বিভাগে বাস-ট্রাক, ট্যাংক-লরিসহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি বলেন, ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে। বিষয়টি পরিবহন মালিক-শ্রমিকদের অবহিত করতে রাজশাহীসহ বিভাগের আট জেলায় মাইকিং হচ্ছে। তিনি জানান, লাইসেন্স নবায়নের নামে হয়রানি বন্ধ, পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, হাইওয়ে পুলিশের চাঁদাবাজি ও হয়রানি বন্ধ, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ, যমুনা সেতুর ওজন প্লাজায় বাসচালকদের কাছ থেকে অতিরিক্ত চাঁদা আদায় ও হয়রানি বন্ধসহ ১০ দফা দাবি তাঁদের দীর্ঘদিনের। কিন্তু সরকার এ দাবি বাস্তবায়নের জন্য একের পর এক আশ্বাস দিয়ে এলেও এখনো তা বাস্তবায়িত হয়নি।

Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post