ফেইসবুকেও চালু হল ‘হ্যাশট্যাগ’

   
হ্যাশট্যাগ মূলত টুইটারের একটি ফিচার হিসেবে পরিচিত ছিল এতোদিন। হ্যাশট্যাগ ব্যবহারের মাধ্যমে টুইটার ব্যবহারকারীরা বিভিন্ন বিষয়ে আলোচনা, বিতর্ক ইত্যাদিতে অংশ নিতেন। এ ছাড়াও বিভিন্ন বিষয়ে মতামত জানাতে বা কোনো ব্যক্তি সম্পর্কে টুইট করতেও হ্যাশট্যাগ ব্যবহৃত হয়। হ্যাশট্যাগ ফিচারটি বিজ্ঞাপনের জন্যও ব্যবহৃত হয়।
ফেইসবুকও প্রায় একইরকম সেবা দেয়ার লক্ষ্যেই হ্যাশট্যাগ ফিচারটি চালু করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফেইসবুক ব্যবহারকারীরা এখন থেকে দলভিত্তিকভাবে বিভিন্ন বিষয়ে মতামত দিতে পারবেন হ্যাশট্যাগ ফিচার ব্যবহার করে।
বুধববার ফেইসবুক তাদের ২০ শতাংশ ব্যবহারকারীকে এ ফিচারটি ব্যবহারের সুযোগ দিয়েছিল। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ সপ্তাহের মধ্যেই সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করে দেয়া হবে হ্যাশট্যাগ ফিচারটি।

Techvoice template ad banner
Related Posts
Previous
« Prev Post